নিঃসঙ্গ একাকী এক স্বপ্ন বিঘ্ন রাত ছিলো । কাজী আতীক । নিউ ইয়র্ক

নিঃসঙ্গ একাকী এক স্বপ্ন বিঘ্ন রাত ছিলো

– কাজী আতীক।

নিঃসঙ্গ একাকী এক স্বপ্ন বিঘ্ন রাত ছিলো, এক ঘুম বিঘ্ন রাত।
সব আলো নিভে গেলে স্বপ্ন দোয়ার খোলে
তুমি এলে নিভৃতি নিরবে চকিত বিস্ময় হয়ে।

ভোজবাজি হয়ে এলো ভোস্টক হ্রদ, আমাজন গভীর জংগল
এলো আর্থার ডয়েলের ‘স্পেস অডিসি’ এবং
‘লুপ্ত বিশ্ব’ জুরাসিক পার্ক, ‘কালের খেয়া’য় ভেসে আসা
কিছু উপদ্রব, স্বস্তি অস্বস্তি জোড়াতালি কিছু খণ্ড অতীত সময়।

আচানক নির্ঘুম চোখে ঝেঁকে বসেছিলো সেই সব প্রতিচ্ছায়া
যেমন স্কুলের খেলার মাঠ, অনুষ্ঠান গ্রিনরুম মঞ্চ,
রাতজাগা ছাপাখানা সাময়িকী প্রকাশনা সংস্কৃতি সাহিত্য, আর
যুদ্ধ শুরুর আগে প্রতিবাদ প্রতিরোধের সেই উত্তাল দিনগুলো।

যদিও সচরাচর আমার স্বপ্ন আসেনা চোখে, তবু এসেছিলো,
তবে কিছুই তেমন বাস্তবানুগ নয়, পরাবাস্তবের ছোঁয়া ছিলো,
যেমন প্রলম্বিত লয় আর বিলম্বিত সুর, ভিন্ন ঘরানার গানে,

তবে কি স্বপ্নরা এরকমই হয়, মানুষের লুপ্ত বোধকে সুপ্ত করে
আর সুপ্ত বোধকে জাগিয়ে কেবলই এক তৃতীয় বোধের সন্ধান।
অথবা যেমন অবচেতন অনুভবে শুধুই এক অলীক অনুসন্ধান।

যদিও চোখের পাতা দুটো আমার ঘুমের ঘোরে আচ্ছন্ন ছিলো,
তবুও নির্ঘুম সে রাত ছিলো, আর স্বপ্নও সে রাতেই এসেছিলো,
কখনো কখনো যেমন পৃথিবীর কোনো কোনো রাত ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়,

স্বপ্নরাও তেমনি- কোনো কোনো রাতে কারো কারো চোখ ছোঁয়ে রয়।

(নিউ ইয়র্ক, ১২ ডিসেম্বর, ২০১৪)

কাজী আতীকনিউ ইয়র্ক
Comments (0)
Add Comment