সুখ! / কাজী আতীক

সুখ!/
কাজী আতীক।

যদি অনিকেত-
তবে আকাশকেই ভাবো নাহয় সুরম্য প্রাসাদের ছাদ,
ভূপৃষ্ঠকে ভাবতেই পারো মেঝে
দশ দিগন্তকে জেনো ঘরের অদৃশ্য দেয়াল।

অতঃপর সামান্য যাকিছু অভাব কিংবা টানাপড়েন-
মেনে নাও সানন্দে,

কেবল মনে তুমি নিও না কোনো ভার।

(নিউ ইয়র্ক ২৭ মে ‘২০২৩)

কাজী আতীক
Comments (0)
Add Comment