রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প- দ্বিতীয় ইউনিটঃ রিয়্যাক্টর প্রেসার ভেসেলের আপার সেমিভেসেলের ওয়েল্ডিং শুরু
নিজস্ব প্রতিনিধি : রাশিয়ায় এইএম টেকনোলজির ভলগাদন্সক কারখানায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য নির্মানাধীন রিয়্যাক্টর প্রেসার ভেসেলের (আরপিভি) উপরের সেমিভেসেলের ওয়েল্ডিং কাজ শুরু হয়েছে। আরপিভি সেমিভেসেলের অংশগুলোর পরীক্ষামূলক সংযোজনের পর এর দু’টি শেল এবং একটি ফ্লাঞ্জ একত্রীত করে ক্রেনের সাহায্যে ওয়েল্ডিং স্ট্যান্ডে স্থাপন করা হয়। ১৫০-৩০০ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার মাঝে এগুলোর ওয়েল্ডিং কাজ সম্পন্ন […]