এসএসসিতে অভাবনীয় সাফল্য ইমামের ছেলে নাফিস উদ্দিন ফুয়াদের ।
পাবনা প্রতিনিধি : বাবা মসজিদের ইমাম আর মা গৃহিনী। তিন ভাইয়ের মধ্যে নাফিস উদ্দিন ফুয়াদ বড়। অভাব অনটন লেগেই আছে নাফিসদের পরিবারে। তারপরও থেমে থাকেনি নাফিসের পড়ালেখা। ছোট থেকেই নাফিস মেধাবীর পরিচয় দিয়েছে। বিজ্ঞান বিভাগে পাবনার ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জেলায় সর্বোচ্চ সংখ্যক নম্বর পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে সাহাপুর ইউনিয়নের […]