পাবিপ্রবির আইসিটি সেলের পরিচালক ড. আবদুর রহিম

0

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আইসিটি সেলের নতুন পরিচালকের দায়িত্ব পেয়েছেন কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষক ড. মো. আবদুর রহিম।

মঙ্গলবার (১ নভেম্বর) রেজিস্ট্রার কার্যালয় হতে এক বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে তিনি এ পদের জন্য মনোনিত হন। শনিবার (৫ নভেম্বর) দায়িত্ব গ্রহন করেন।

অধ্যাপক ড. মো:আবদুর রহিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশলী বিভাগ হতে ২০০৮ সালে স্নাতক ও একই বিশ্ববিদ্যালয় হতে ২০০৯ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ২০২০ সালে জাপানের আইজু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড.আবদুর রহিম বলেন, আইসিটি সেক্টরে পরিসেবার মান উন্নত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সম্মিলিত ভাবে কাজ করে যাবো। তিনি আরো বলেন আইসিটি পরিসেবার মান বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের সর্ব্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।

উল্লেখ্য, বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.