নোবিপ্রবি আইআইএস এর নতুন পরিচালক অধ্যাপক ড. আনিসুজ্জামান

0

রহমত উল্যাহ,নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইন্সটিটিউট অব ইনফরমেশন সাইন্স এর ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. আনিসুজ্জামান রিমন।

বুধবার (১মার্চ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো. আব্দুল বাকী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের প্রফেসর ড.আনিসুজ্জামান রিমনকে ইন্সটিটিউট অব ইনফরমেশন সাইন্স এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

আইআইএসের পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত ড.আনিসুজ্জামান বলেন, সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় আইআইএসকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।

উল্লেখ্য, তিনি নোবিপ্রবি এর প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক অর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.