পাবিপ্রবিতে ট্যুরিজম বিভাগের উদ্যোগে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

0

পাবিপ্রবি প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের উদ্যোগে ফুড ফেস্টিভ্যাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ফুড ফেস্টিভ্যাল প্রোগ্রামটি ব্যবসায় অনুষদের ডীন অধ্যাপক ড. কামরুজ্জানের সভাপতিত্বে বিজ্ঞানী ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে মঙ্গলবার দুপুর ২.০০টার দিকে অনুষ্ঠিত হয়।এসময় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দেশীয় খাবার ৮টি স্টলে পরিবেশন করেন। আগত অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং বিভাগের সকল শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামাল হোসেন। এছাড়াও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিকুর রহমান অভি ও বিভাগের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম (মিরু) এবং সহকারি প্রভাষক এসএম শাহেদুল আলম সাগর, মাহফুজা সুলতানা ফারিহাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও সকল ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.