বেড়া সরকারি ডিগ্রী কলেজের পুকুরপাড় ও ছাত্রাবাস সংস্কারের অভাবে বেহাল দশা

0

হৃদয় হোসাইন,বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় ১৯৬৪ খ্রি. স্থাপিত বেড়া সরকারি ডিগ্রী কলেজ। শুরুতে বেসরকারি হলেও এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আওতাভুক্ত করা হয়েছে। কলেজের একমাত্র ছাত্রাবাস দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীদের ব্যবহার অযোগ্য হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কলেজের এক কোণে। ব্যবহারের যোগ্য না থাকায় শিক্ষার্থীরা ছাত্রাবাস ত্যাগ করেছেন অনেক দিন আগে। ছাত্রবাসের চাল দরজা-জানলা টেবিল চেয়ার টয়লেট, রান্নাঘর, বারান্দা এসব কিছু আর আগের মতো নেই।
এমন পরিবেশে কোন শিক্ষার্থী থাকতে ইচ্ছুক নয়। বিগত দিনে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হয়ে এ ছাত্রাবাসে থেকে লেখা পড়া করেছে । জেলার আশপাশের অন্যান্য কলেজের তুলনায় বেড়া কলেজের শিক্ষার মান ছিলো অনেক ভালো । এ কারণে দূরের শিক্ষার্থী এ কলেজে ভর্তি হতো। পুকুরপাড় সংস্কারের অভাবে হালকা ঝড়ো বাতাসে উপড়ে পড়েছে দুইপাশের শত বছরের পুরাতন শতাধিক গাছ। গাছ গুলো উপড়ে পড়ার কয়েক দিন পর চড়া দামে বিক্রি করে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। পরিত্যক্ত এগারো রুমের এ ছাত্রবাস জুয়া মদ বিড়ি সিগারেট ও নেশাদ্রব্য প্রাণ করে বখাটে ও যুবক। কলেজের সাধারণ শিক্ষাথী ও সুশীল সমাজ ছাত্রাবাসটি সংস্কার করে পুনরায় চালু করার পক্ষে দাবি জানিয়েছেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.