মুজিব শতবর্ষ ও বিজয়ের মাসে সেঞ্চুরিতে পাবিপ্রবি’র আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার

0

নিজস্ব প্রতিনিধি : একবিংশ শতাব্দীর করোনা মহামারির ক্রান্তিকাল পার করছে পুরো বিশ্ব। এই ক্রান্তিলগ্নে বন্ধ হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী এই মহা দুর্যোগ করোনাকালে বাড়িতে বসে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের অনলাইন শিক্ষা কার্যক্রম বৃহৎ পরিসরে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পদার্থবিজ্ঞান বিভাগ কর্তৃক নিয়মিত অনলাইন ক্লাস ও আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার এর আয়োজন করে যাচ্ছে। ইতিমধ্যে আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার গুলোতে বিশ্ব সেরা পদার্থবিদরা বক্তব্য দেন এবং যাদের মধ্যে Prof. John Ellis(CBE FRSKing’s College London, UK), Prof.Robert Brandenberger(McGill University, Canada),Prof. Gautam Gangopadhyay (CU, India), Prof. Dr. Saleh Hasan Naqib, (RU), Prof. A. A. Mamun (JU), Dr. Jiban Podder (BUET), Dr. Koichi Hamaguchi (Tokyo University, Japan), Dr. Alexander V. Nakhabov (MEPhI, Russia), Prof. Dipankar Banerjee, FASc (ARIES, India), Prof. Chennupati Jagadish (ANU, Australia), Prof. Kazim Yavuz Eksi (Turkey), Dr. Valerio Bocci (CERN), Prof. Paolo Salucci (SISSA, Italy), Prof. Gabriel Vacariu (Romania), Prof. Konstantinos N. Anagnostopoulos(Greece), Dr. Hugh Ching (USA), Dr. Dipak Kar (University of Witwatersrand, South Africa), Prof. Sujan Sengupta (IIA, India), Dr. Cosimo Stornaiolo (INFN, Italy), Prof. Maitreyee Saha Sarkar (SINP, India), Prof. Indranil Mazumdar (TIFR, India), Prof. Khondkar Siddique-e- Rabbani (DU), Prof. Golam Mohammad Bhuiyan (DU), Dr. Teppei Katori (King’s College London, UK), Prof. Abhijit Bhattacharyya (CU, India), Prof. Anirban Kundu (CU, India), Prof. Subhradip Ghosh (IIT Guwahati), Prof. Peter Schwartz (California State University, USA), Dr. Momot Olga A (MEPhI, Russia), Prof. A. Chandrasekar (IISST, India), Prof. Osamu Yasuda (Tokyo Metropolitan University, Japan), Prof. Amit Roy (India), Prof. Dinesh Kumar Srivastava (India), Prof. Patrick Das Gupta (Delhi University, India), Prof. Partho Sarathi Majumdar (India), Prof. Partho Ghosh (India), Prof. Archan S. Majumdar (S. N. Bose center), Prof. Samit Kumar Roy (S.N. Bose center), Dr. Francesca Lepori (Switzerland), Dr. Sukrit Ranjan (USA), Prof. Bikas K. Chakrabarti (India), Prof. Somak Raychaudhury (IUCAA, India), Dr. Henry Tsz-King Wong (Taiwan), Prof. Indra Dasgupta (India), Prof. Amit Roy (India), Prof. Amit Ghosal (India), Dr. Cristiano Alpigiani (CERN), Prof. Jayant Murthy (India), Dr. Agata Kotpdziejczyk (Poland), Prof. Samit Kumar Mandal (India), Prof. Nure Alam Abdullah (Jagannath University), Mr. Markus Joos (CERN), Prof. Lokesh C. Tribedi (TIFR, India), Dr. Tansu Daylan (USA), Dr. Carlos Arguelles (Harvard University, USA), Dr. Jaydeep Mukharjee (NASA, USA), Prof. Sultana N. Nahar (Ohio State University, USA), Prof. Sally C. Seidel (University of New Mexico, USA),Prof. Afroza Shelley (AIUB), Prof. Ragunath Sahoo, FInstP (IIT Indre), Prof. Ajit Mohan Srivastava (IOP, India), Dr. SurajitChattapadhyay (AMITY), Prof. Martin Hendry (University of Glasgow, UK), M. Rafiqul Islam (Japan), Md. Mizanur Rahman (NPPCL), Dr. Md. Sohelur Rahman (BAEC), Thad Roberts (USA), Ed Lukowich (Canada), Dr. Kazuo Tanaka (Japan), Prof. Ashok Kumar Jain (AMITY), Dr. Supratik Pal (India), Prof. Debashish Chowdhury (IIT Kanpur),  Prof. Debnarayan Jana (CU, India),  Dr. DiapayanChattapadhayay (SINP)Dr. Subodh Patil (Leiden Institute (Netherlands), Prof. Russel Cowburn FRS (University of Cambridge, UK), Prof. Ganapathy Baskaran (Canada), Prof. M. Aminul Islam, (RU), Prof. Ignatios Antoniadis (LPTHE, CNRS, University of Bern, Switzerland), Prof. Maxim Sukharev (USA), Prof. Franz J. Giessible (Germany), Prof. G. Ravindra Kumar (TIFR, India), Dr. David J.E. Marsh (Germany), Prof. Rahmatullah Imon (Ball State University, USA), Prof. Karen Hallberg (Argentina), Dr. Arunima K. Sigh (Arizona State University, USA), Prof. AnandmayeeTej (India), Prof. TorstenEnblin (Germany), Prof. Arnab Bhattacharya (TIFR, India), Dr. Valerie Domcke (CERN, Geneva. Switzerland)সহ আরো অনেক নাম করা পদার্থ বিজ্ঞানী। ওয়েবিনার গুলো পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থীসহ বিজ্ঞানের সকল শাখার শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়েবিনার বাংলাদেশ, ভারত, আমেরিকা, জাপান, কানাডা, যুক্তরাজ্য, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের পদার্থবিদদের কাছে সুখ্যাতি অর্জন করেছে।

বাংলাদেশের পদার্থবিদরা মনে করেন ওয়েবিনার গুলো পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞানের বিভিন্ন শাখায় উচ্চ শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বিজয়ের মাস উপলক্ষে আগামী ৪ঠা ডিসেম্বর ও ১৬ই ডিসেম্বর দুটি বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ৪ঠা ডিসেম্বর ১০০তম ওয়েনিয়ার উপলক্ষে স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন ২০১২ সালের নোবেল লরিয়েট পদার্থ বিজ্ঞানী Dr. David J.Wineland. ১৬ই ডিসেম্বর ৫০তম বিজয় দিবস উপলক্ষে স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন ১৯৯৭ সালের নোবেল লরিয়েট পদার্থবিদ Dr. William D. Phillips । এই প্রথম বাংলাদেশের কোন অনুষ্ঠানে ১৫ দিনের মধ্যে দুজন নোবেল লরিয়েট পদার্থবিদ স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন। এটা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগসহ বাংলাদেশের সকল পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও প্রক্টরড. প্রীতম কুমার দাস এসব আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার আয়োজন করেন।

দেশ বরেণ্য পদার্থবিদ অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, পদার্থবিজ্ঞানের এমন কোন শাখা খুঁজে পাওয়া কঠিন হবে, যে বিষয়ে অন্তত একটি ওয়েবিনার হয়নি। সংখ্যাটি অত্যন্ত ইম্প্রেসিভ। কিন্তু তার থেকেও অনেক বেশি ইম্প্রেসিভ হচ্ছে ড. প্রীতম যে মানের পদার্থবিদদের এই সব ওয়েবিনারে হাজির করতে পেরেছে। এই দেশে পদার্থবিজ্ঞান বিষয়ে যে’সব সেমিনার, সিম্পজিয়াম ও কনফারেন্স হয় তার মান সম্পর্কে খুব ভালো জানি। কাজেই বলতেই পারি, ড. প্রীতম যে মানের বিজ্ঞানীদের এই ওয়েবিনারগুলোতে কথা বলতে রাজি করিয়েছে, তার ধারের কাছ দিয়েও কেউ কখনো হাঁটে নি। ড. প্রীতম কী উপলব্ধি করে, কী অসাধারণ একটা কাজ সে করে ফেলেছে? পদার্থবিজ্ঞান বিষয়ে শিক্ষা ও গবেষণা নিয়ে গত সাত মাসে এই দেশে যা কিছু হয়েছে তার ভেতর ড. প্রীতমের এই উদ্যোগকে আমি সবচেয়ে সামনে রাখব।

Ball state University, USA এর পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রহমতুল্লাহ ইমন বলেন, আপনারা যারা ড. প্রীতম আয়োজিত ওয়েবিনার গুলোর দিকে লক্ষ্য রাখছেন তারা জানেন এখানে কোন মানের বক্তারা বক্তব্য রাখছেন। বিশ্বের শীর্ষস্থানীয় পদার্থবিদ ও নোবেল লরিয়েটরা এখানে বক্তব্য রাখছেন। ড. প্রীতম কিভাবে এটি সম্ভব করেছেন এটিই আমার কাছে বড় বিষ্ময়। এসব গুনীজনের মধ্যে যে আমার উপস্থাপনা বেমানান আমি তা বুঝি। তবে পাবিপ্রবি’র প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার দায় মোচনের জন্যেই আমার এই দুঃসাহস। ওয়েবনিয়ার গুলোকে আরো প্রানবন্ত করে তুলতে সবাইকে আহবান করেছেন। আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার’র হোস্ট ড. প্রীতম কুমার দাস বলেন- বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। আর করোনাকালীন এই সময়ে সরকারের শিক্ষার ক্ষেত্রে যে অবদান তা ধরে রাখতে ও শিক্ষার্থীরা যেন বিজ্ঞান মনস্ক থেকে দূরে সরে না যায় সেই জন্য আমার ওয়েবিনার আয়োজন করা। পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে পদার্থ বিজ্ঞানকে প্রানবন্ত করতে আরো নতুন নতুন পদক্ষেপ নিবো।তিনি আরো বলেন, মুজিব শতবর্ষ ও বিজয়ের মাসে ১০০ তম ওয়েবিনার আয়োজন করতে পেরে আমি ও পদার্থবিজ্ঞান বিভাগ অনেক আনন্দিত।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.