পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের নিরাপত্তায় আনসার মোতায়েন

মাদকসেবী ও বহিরাগত প্রবেশ বন্ধ

0

পাবনা প্রতিনিধি : পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যম্পাসে মাদকসেবী ও বহিরাগতদের দৌরাত্ম বন্ধসহ সার্বিক আইন শৃংখলা পরিবেশ বজায় রাখতে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ১৫ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

রবিবার (২২জুন) দুপুরে কলেজ শিক্ষক মিলনায়তনে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল আওয়াল মিয়া এবং পাবনা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বির মধ্যে চুক্তি স্বাক্ষর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল আওয়াল মিয়ার সভাপতিত্বে এবং প্রফেসর নুরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মো: ফজলে রাব্বি, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো: লুৎফর রহমান প্রমুখ।

কর্তৃপক্ষ জানান, রবিবার থেকে ১৫ জন আনসার সদস্য ২৪ ঘন্টা কলেজের নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করবেন। এতে করে ক্যাম্পাসে কোনো মাদকসেবী ও বহিরাগতরা যখন তখন প্রবেশ করতে পারবে না।এছাড়া কলেজের শিক্ষার পরিবেশসহ বিভিন্ন হলের শিক্ষার্থীদের নিরাপত্তাও নিশ্চিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.