ইবিতে ‘হাদিস সংকলনে আবু হানিফার (রহ.) নীতি ও পদ্ধতি’ বিষয়ক সেমিনার
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের গবেষক সাঈদুল ইসলাম মজুমদার। প্রবন্ধে হাদিস সংকলনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা (রহ.) এর অনুসৃত নীতি ও পদ্ধতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন গবেষক। এছাড়া হাদিস সংকলনে ইমাম আবু হানিফা (রহ.) এর অবদান সম্পর্কেও আলোকপাত করেছেন তিনি।
সেমিনারে অন্যান্যদের মাঝে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. নুরুন্নাহার, লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. লুৎফর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. গোলাম মহিউদ্দীন, আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শেখ এ বি এম জাকির হোসেন, প্রফেসর ড. মুঈনুল হক, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মুজাহিদুর রহমানসহ বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।