ইবিতে ‘হাদিস সংকলনে আবু হানিফার (রহ.) নীতি ও পদ্ধতি’ বিষয়ক সেমিনার

0
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘হাদিস সংকলনে ইমাম আবু হানিফা (রহ.) এর অনুসৃত নীতি ও পদ্ধতি: একটি বিশ্লেষণ’ শীর্ষক এম.ফিল থেকে পিএইচডি প্রোগ্রামে স্থানান্তরের শর্ত পূরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আয়োজনে আইন অনুষদের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এসময় বিভাগের সভাপতি অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল ওয়াবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা তত্ত্বাবধায়ক ও বিভাগের প্রফেসর ড. এ কে এম নুরুল ইসলাম। মূখ্য আলোচক হিসেবে ছিলেন আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলী, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. নাছির উদ্দীন আযহারী।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের গবেষক সাঈদুল ইসলাম মজুমদার। প্রবন্ধে হাদিস সংকলনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা (রহ.) এর অনুসৃত নীতি ও পদ্ধতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন গবেষক। এছাড়া হাদিস সংকলনে ইমাম আবু হানিফা (রহ.) এর অবদান সম্পর্কেও আলোকপাত করেছেন তিনি।

সেমিনারে অন্যান্যদের মাঝে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. নুরুন্নাহার, লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. লুৎফর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. গোলাম মহিউদ্দীন, আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শেখ এ বি এম জাকির হোসেন, প্রফেসর ড. মুঈনুল হক, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মুজাহিদুর রহমানসহ বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.