পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক পদে নিয়োগ পেলেন – ড. সমীরন কুমার সাহা

0

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিশিষ্ট গবেষক সৎ ও মেধাবী শিক্ষক ড. সমীরন কুমার সাহাকে বিশ্ববিদ্যালয়কর্তৃপক্ষ সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পদ তথা ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক পদে নিয়োগ দিয়েছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তির আদর্শ শিক্ষক ড. সমীরন কুমার সাহা গত ১০ই ফেব্রুয়ারী থেকে ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করছেন। ড. সমীরন কুমার সাহা ১৯৮৫ সালের ১লা জুলাই পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার আমিনপুর থানাধীন পুরানভারেঙ্গা ইউনিয়নের হরিনাথপুর গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর বাবা রতীশ চন্দ্র সাহা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, জনদরদী ও সমাজসেবক। তিনি গরীব দুঃখীদের বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করতেন।তাঁর মা সুষমা রানী সাহা৫নং পুরানভারেঙ্গা ইউনিয়নের৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনে তৃতীয় বারের মত নির্বাচিত প্রতিনিধি।

তিনিও বিশিষ্ট ব্যবসায়ী, জনদরদী ও সমাজসেবিকা। তিনি গরীব দুঃখীদের বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করে থাকেন।তিনি ১৯৯৮ সাল থেকে বেড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে মূল দলের মহিলা সম্পাদিকা দায়িত্বে আছেন। এছারা তিনি পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, বিভিন্ন এনজিও-সহ অন্যান্য সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।ড. সমীরননাটিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারন গ্রেডে এবং ধোবাখোলা করনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৯৯৮ সালের জানুয়ারী মাসে অনুষ্ঠিত অষ্টম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি লাভ করেন।

তিনিধোবাখোলা করনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০০০ সালে এসএসসি পরীক্ষায় এবং নটরডেম কলেজ থেকে ২০০২ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ ২০০৭ সালের স্নাতক পর্যায়েপ্রথম শ্রেণিতে অষ্টম স্থান এবং স্নাতকোত্তর পর্যায়েপ্রথম শ্রেণিতে পঞ্চম স্থান অধীকার করার গৌরব অর্জন করেন।গত ০২/০৪/২০১২ ইং তারিখ হতে ০১/১০/২০১৪ ইং তারিখ পর্যন্ত প্রভাষক হিসেবে এবং ০২/১০/২০১৪ ইং তারিখথেকে২১/১২/২০২০ইং তারিখ পর্যন্তপদার্থ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবেকর্মরত ছিলেন। এরপর তিনি গত ২১/১২/২০২০ ইং তারিখে অত্র বিভাগেসহযোগী অধ্যাপক পদে যোগদান করেন। ২০১৭ সালে জাপানে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য গমন করেন।

২০১৮ সালের মে মাসে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের অধীনে ২০১৭-২০১৮ অর্থ বছরের দ্বিতীয় দফায় পিএইচডি (বিদেশ) ক্যাটাগরিতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ লাভ করেন। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয় থেকেডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেন।গত তিন বছরে তিনি বায়োসায়েন্স বিষয়ে গবেষনা করছেন। তাঁর পিএইচডি গবেষনার তত্তাবধায়ক ছিলেন অধ্যাপক ড. মাসাহিত ইয়ামাজাকি।এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এবং টেকনোলজি বিভাগেরসম্মানিত অধ্যাপকও দেশের বিাশষ্ট বিজ্ঞানী ড. খন্দকার সিদ্দিক-ই-রব্বানী এর নেতৃত্বে স্নাতকোত্তর পর্যায়েতাঁর গবেষনাগারে থিসিস করেন। ড. সমীরনের একাধিক বিজ্ঞানমূলক প্রকাশনা রয়েছে। বিভিন্ন জার্নালে তাঁর গবেষনা পত্র প্রকাশিত হয়েছে।

তিনি ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কয়েকটি কনফারেন্সে যোগদান করেন। এছাড়া জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে যোগদান করার অভিজ্ঞতা তাঁররয়েছে। বাংলা, ইংরেজি ও জাপানিজ ভাষায় দক্ষতা রয়েছে। তিনি বাংলাদেশ মেডিকেল ফিজিক্স এসোসিয়েসন এবংজাপানের বায়োফিজিক্যাল সোসাইটিরসদস্য। মানুষ গড়ার কারিগর হওয়ার স্বপ্ন তিনি ছোটবেলা থেকেই দেখতেন। সেজন্য তিনি পরবর্তিতে শিক্ষকতা পেশায় যোগদান করেন ড. সমীরন কুমার সাহা। ছাত্র থাকাকালীন সময়ে লোকনাথ সেবা সংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয়েরভ্রমন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি এস এন বোস ফিজিক্স এসোসিয়েসনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তাই তাঁর সাথে অনেক বন্ধু-বান্ধবী, ছোট ভাই ও বড় ভাইদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে।চাকরি জীবনেও সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের সাথে ভাল সম্পর্ক বজায় রয়েছে। বর্তমান পদে আসীন হলে তাদের সাথে সম্পর্ক আরও ভাল হবে এবং ছাত্র-ছাত্রীদেরসমস্যাবলী দূরীকরনে সহযোগিতা প্রদান করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক পদে নিয়োগদিয়েছেন। তিনিও আশাবাদ ব্যক্ত করেন সবার সহযোগিতায় তাঁর প্রতি অর্পিত দায়িত্ব সুন্দর ও সঠিকভাবে পালন করবেন। এজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.