ইবিতে আলিয়া মাদরাসা শিক্ষার উন্নয়ন ধারা বিষয়ক সেমিনার

0
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আলিয়া মাদরাসা শিক্ষার উন্নয়ন ধারা (১৭৮০-১৮৪৭): একটি পর্যালোচনা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুষদীয় ডিন প্রফেসর ড. মুহাম্মাদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন গবেষণা তত্ত্বাবধায়ক ও বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

সেমিনারে মূখ্য আলোচক ছিলেন বিভাগের প্রফেসর ড. আ.খ.ম. ওয়ালী উল্লাহ এবং প্রফেসর ড. আকতার হোসেন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক মো. ছবুর মাতুব্বর। তিনি ‘আলিয়া মাদরাসা শিক্ষার পাঠ্যসূচী ও পাঠক্রম পর্যালোচনা: পরিপেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে পিএইচডি গবেষণা করছেন।

প্রবন্ধে আলিয়া মাদরাসা প্রতিষ্ঠার প্রেক্ষাপট, উদ্দেশ্য, বিভিন্ন শিক্ষা কমিশন বা সংস্কার কমিটি গঠন, কমিটির নীতিমালা প্রণয়ন, পাবলিক পরীক্ষা পদ্ধতির প্রবর্তন, ইংরেজি ভাষার প্রবর্তন, মাদরাসা শিক্ষা বোর্ড চালু, সিলেবাস সংস্কারসহ আলিয়া মাদরাসার বিভিন্ন দিক  তুলে ধরেছেন গবেষক।

সেমিনারে অন্যান্যদের মাঝে বিভাগের প্রফেসর ড. আ.হ.ম. নূরুল ইসলাম, প্রফেসর ড. ময়নুল হক, প্রফেসর ড. আব্দুল কাদের, প্রফেসর ড. মুজাহিদুর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. কামরুজ্জামান, প্রফেসর ড. অলী উল্লাহ, প্রফেসর ড. গোলাম মাওলাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.