ইবির সহকারী প্রক্টর পদে নতুন তিন মুখ

0
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী প্রক্টর পদে নতুন তিন শিক্ষক নিয়োগ পেয়েছেন। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। নিয়োগপ্রাপ্তরা হলেন- ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মুর্শিদ আলম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর জয়শ্রী সেন।

এর আগে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত গণিত বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. আনিছুর রহমান, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড, নাছির উদ্দীন আযহারী এবং ব্যবস্থাপনা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এই পদে দায়িত্ব পালন করেছেন।

গত ২২ ফেব্রুয়ারি তাদের মেয়াদ শেষ। পরে গতকাল মঙ্গলবার থেকে নতুন তিন সহকারী প্রক্টরকে আগামী এক বছররে জন্য দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। নিয়োগপ্রাপ্তরা নিয়মানুযায়ী দায়িত্ব পালনের সকল সুযোগ সুবিধা পাবেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.