আসছে ভালোবাসা দিবসে জসিম মাহমুদ জীবনের নতুন গান

0

জাহিদ হাসান নিশান (বিনোদন প্রতিবেদক): বিরহ গাঁথা ভালোবাসার স্মৃতি, হৃদয়ের ব্যাকুলতা জানানোর যেমন রয়েছে বিভিন্ন উপলক্ষ্য, তেমনি ভিন্নতা রয়েছে প্রকাশ ভঙ্গিতেও। সামনে আসছে প্রিয়জনকে হৃদয়ের কথা বলার দিন। আপনজনকে ভালোবাসার দিন। আর যাঁরা শ্বাসত ভালোবেসে পেয়েছে আঘাত তাঁদের স্মৃতিচারণের দিন। আর বিশেষ দিনটি হলো ১৪ ফেব্রুয়ারি।

ভালোবাসার নৌকায় ওঠার সৌভাগ্য-দুর্ভাগ্য মোটামুটি সবারই হয়ে থাকে। কেউ কেউ সারাজীবন ভালোবাসার নৌকায় বসবাস করে। কেউ কেউ আবার একাধিক নৌকায় পা দেয় বিশ্বাস ঘাতকের মত। এই নৌকা কখনও ডুবে যায়। ঝড়ের মধ্যে কেউ কেউ ঝরে যায়। কেউ কেউ সাঁতার দিয়ে কোনো রকম রক্ষা পেলেও ভুলতে পারেনা ভালোবাসার সেই মানুষটিকে। তাই এখনও কেউ বিশেষ কোন দিন আসতেই ভালোবাসার মানুষটির স্মৃতি খুঁজে বেড়ায় নিরন্তর।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রকাশ পাচ্ছে জনপ্রিয় গীতিকার,সুরকার জসিম মাহমুদ জীবনের নতুন গান। ” বিশ্বাসেরই ছুরি মারলি আমার কলিজাতে” শিরোনামের এই গানটিতে কন্ঠ দিয়েছেন সংগীতা ইসলাম নেহা ও এস আই শফিকুল। বিরহ মাখা দ্বৈতকণ্ঠের এই গানের মিউজিক করেছেন রিয়াজ মামুন। নেহার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Songita Official থেকে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মুক্তি পাবে।

বিশ্বাসেরই ছুরি মারলি আমার কলিজাতে গান সম্পর্কে জসিম মাহমুদ জীবন বলেন;ভালোবাসা দিবসে ভালোবাসা নিয়ে অজস্র গান সুরে শোনানো হবে প্রিয়জনকে। প্রিয়তমার হাত ধরে কিংবা পাশে বসে অনেকেই রচনা করবে নিজেদের ভবিষ্যত। হয়তো এদিনেই বিভেদ ভুলে মিলন হবে দুই প্রিয়জনের। কেউবা অণুপ্রাণিত হবে সৃষ্টির প্রতি ভালোবাসায়। মুঠোফোনের মেসেজ, ই-মেইল অথবা ফেসবুকের চ্যাটিংয়ে খুঁজে পাবে নতুন দিনের ঠিকানা।

এসবের আড়ালে কেউবা খুঁজবে তাঁর প্রিয় মানুষটিকে। স্মৃতির নৌকায় ভেঁসে চলে যাবে অতীত সোনালী দিনে। স্মৃতির মানষপটে জেগে উঠবে হাজারো বেদনার কথা । হাতরে ফিরবে আঘাত দিয়ে চলে যাওয়া সাথীকে যাঁর সঙ্গে কাঁটানোর কথা ছিলো এমনই দিবস। এমনই
পংক্তিমালায় সাঁজিয়েছি অব্যক্ত ভালোবাসার প্রকাশ। যে গানে মানুষ খুঁজে পাবে শ্বাশত বিরহ প্রেম।

নেহা আর শফিকুলের কন্ঠে এবং রিয়াজ মামুনের মিউজিকে গানটি আমার ভক্ত শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করি। “

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.