রহস্য প্রাচীরের ভেতর ? । কাজী আতীক । নিউ ইয়র্ক ।

তুমি যখোন আয়নার সম্মুখে দাঁড়াও ।

0

রহস্য প্রাচীরের ভেতর ?
কাজী আতীক।

তুমি যখোন আয়নার সম্মুখে দাঁড়াও
প্রসাধন এবং পরিধেয় সব ঠিক আছে কি না দেখে নিতে পারো
বহিরাবরণ মুগ্ধ ছোঁয়া নিপুণ এঁকেছো যেমন,
বুকের ভেতরটা কি দেখতে পাও তখোন?
যেখানে রহস্য প্রাচীর ঘেরা অন্তর আবাসন,
সুরম্য শোভন নাকি উদ্যত অভিলাষ কেবল?

শুনেছি মানুষের আসল সৌন্দর্যটা নাকি সেখানেই থাকার কথা,
অথচ কেউ জানতে চায়না সেসব, যেমন দেখতে পায়না মন।
তুমি কি ওভাবে ভেবে দেখেছো কখনো?
জানতে কি চেয়েছো কতোটা শোভন তোমার ভেতরের আভরণ?

সেখানে যদি মরিচার মতো কিছু অথবা শেওলা জমে জমে
কদাকার রূপান্তর ঘটে ওখানে কুটিল চক্রগুলো ভারী হয়ে থাকে
তবুও কি নিজেকে মানুষ ভাবতে তোমার বাঁধবে না এতোটুকুও?

তুমি যখোন আয়নার সম্মুখে দাঁড়াও,
প্রসাধন পরিধেয় এসবের পাশাপাশি একটু নাহয় চেষ্টা করে দেখো
দাঁড়াতে পারো কিনা নিজের মুখোমুখি একবার?
কেবল নিজের মুখোমুখি, শুধু একবার,
বুকের ভেতরটা যদি দেখতে পাও তখোন?
যেখানে রহস্য প্রাচীর ঘেরা তোমার অন্তর আবাসন!

( নিউ ইয়র্ক, ১৩ মে ‘২০২০)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.