যোদ্ধারা এভাবেই জয়ী হন । জসিম মল্লিক । টরন্টো

যে দেশে মৃত মানুষকে লাইফ সাপোর্টের নামে আটকে রেখে বিল আদায় করা হয় সে দেশের মানুষের মানবতা কোন পর্যায়ের বলার অপেক্ষা রাখে না।

0

বাংলাদেশে স্বাস্থ্যখাতটা পুরোপুরি সিন্ডিকেটের হাতে বন্দী। প্রবল পরাক্রমশালী মাফিয়া দ্বারা নিয়ন্ত্রিত। সেখানে স্বল্প খরচে চিকিৎসা কিংবা অল্প দামের ওষুধ দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র বা ডাক্তার জাফরুল্লাহর মতো মানুষের টিকে থাকা কঠিন। কিন্তু তিনি টিকে আছেন। কারন তিনি যোদ্ধা। দেশপ্রেমিক। লুটেরা নন। বাংলাদেশের প্রাইভেট হাসপাতালগুলোতে কোনো চিকিৎসা হয় না। ওগুলো করা হয়েছে মানুষের পকেট কাটার জন্য। মানব সেবার কোনো আদর্শ নিয়ে নয়। আমি একবার স্কয়ার হাসপাতালে গিয়েছিলাম আমার গলা ব্যথা নিয়ে। সেখানকার সবকিছুই সুন্দর, ছিমছাম পরিপাটি, যেনো পাঁচ তারকা হোটেল। বসার জায়গা, ওষুধের ফার্মেসি, টাকা পয়সার ক্যাশ কাউন্টার সবই আমার পছন্দ হয়েছে। শুধু চিকিৎসা পছন্দ হয় নাই। অনেক ভোগান্তি আর টাকা পয়সা খৱচ করার পর কানাডায় এসে আমার গলা ব্যথা ভাল হয়েছিল। ডাক্তার ধরতেই পারেনি কেনো গলা ব্যথা হয়েছিল।
যে দেশে মৃত মানুষকে লাইফ সাপোর্টের নামে আটকে রেখে বিল আদায় করা হয় সে দেশের মানুষের মানবতা কোন পর্যায়ের বলার অপেক্ষা রাখে না। এই করোনা কালে স্বাস্থ্য ব্যবস্থার পুরো কঙ্কাল বের হয়ে পড়েছে। মানুষ চিকিৎসা পাচ্ছেনা। রাস্তায় রাস্তায় মারা যাচ্ছে। ডাক্তাররা পর্যন্ত মারা যাচ্ছে। নকল মাস্ক, নকল পিপিই সরবরাহ করা হচ্ছে। কি ভয়াবহ! কি মর্মান্তিক! সিন্ডিকেটের কারণে গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটের এখনও অনুমোদন দেয়া হয়নি। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে! ডা. জাফরুল্লাহ একজন সত্যিকার যোদ্ধা। তাইতো তিনি মানুষের দোয়ায় করোনা মুক্ত হয়েছেন। ৭৯ বছর বয়সের মানুষটার উদ্যম দেখলে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে।
দেশে সৎ লোকের কোনো জায়গা নাই। সৎ মানুষকে সবাই বোকা ভাবে। সংসারে তার কোনো দাম নাই। সন্তান, স্ত্রী, আত্মীয়রা তারে গোনায় ধরে না। তার সাথে কেউ বন্ধুত্ব করে না, দাওয়াত দেয় না, কোথাও আমন্ত্রিত হয় না। আবার বেশি সত্যবাদীর গন্তব্য হচ্ছে জেলখানা। চুরি চামারিতে দেশটা ছেয়ে গেছে। নকল আর ভেজাল সবকিছুতে। নৈতিকতা শূন্যের কোঠায়। সর্বত্র্য দূর্নীতি আর দূর্নীতি। এমপি বিদেশে গিয়ে আটক হয়। ব্যাংক লুটপাট আর টাকা পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে। চারিদিকে মিথ্যার বেসাতি, দালালি, চাটুকারিতা। যারা এসবে পারদর্শী তারাই সব হাসিল করে নেয়। তারাই সুখে শান্তিতে আছে, সুখের জীবন। নৈতিকতা আর সততার দিন শেষ!

জসিম মল্লিক : টরন্টো ১৪ জুন ২০২০ ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.