মা সহ পরিবারের ৮জন সদস্যের করোনা পজেটিভ ফ্রেন্ডস সোসাইটির সৈয়দ আল আমিন রাসেলের পিতৃ বিয়োগ

0

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সংগঠক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির (জেবিএফএস) সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন রাসেল-এর পিতা সৈয়দ আমিনুল ইসলাম ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার (বাংলাদেশ সময়) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও নাতি-নাতনি সহ বহু আতœীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তা ও সদস্য সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আতœার শান্তি কামনা করেছেন। খবর ইউএনএ’র।

সৈয়দ আল আমিন রাসেল জানান, তারা ৫ ভাইয়ের মধ্যে দুই ভাই নিউইয়র্কে এবং অপর তিন ভাই বাংলাদেশে বসবাস করেন। তার পিতা সৈয়দ আমিনুল ইসলাম নিউইয়র্কে যাতায়াত করলেও মহামারী করোনাভাইরাস পরিস্থিতির আগেই নিউইয়র্ক ছেড়ে বাংলাদেশে চলে যান এবং দেশে সমাজ সেবায় আতœনিয়োগ করেন। সম্প্রতি তিনি সহ তার পরিবারের একাধিক সদস্যের মাঝে কভিড-১৯ পজেটিভ দেখা দেয়। অতি সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় একটি হাপাতালে ভর্তি করা হয় এবং সেখানে ইনটেসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ ঢাকা থেকে বাগেরহাটজেলার ফকিরহাট উপজেলায় নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে জানাজা শেষে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ দাফন করার কথা। সৈয়দ আল আমিন রাসেল ইউএনএ প্রতিনিধিকে জানান, বর্তমানে তার মা ও ভাই সহ পরিবারের ৮জন সদস্যের মাঝে করোনা পজিটিভ ধরা পড়েছে। তিনি তাদেও সুস্থ্যতা কামনায় সবার দোয়া কামনা করেছেন।

শোক প্রকাশ: এদিকে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন রাসেল-এর পিতা সৈয়দ আমিনুল ইসলাম-এর ইন্তেকালে সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা ছদরুন নুর, সালেহ আহমেদ, রেজাউল করীম চৌধুরী, উপদেষ্টা ও জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, উপদেষ্টা এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ও শেখ হায়দার আলী, প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সহ সভাপতি আলী কে খান কনক, সাবেক সাধারণ সম্পাদক সেবুল মিয়া ও ইফজাল আহমেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু, সহ সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ সহ বিপিএল ইউএসএ’র সভাপতি সুমন খান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.