এনওয়াইপিডি’র দুই অফিসারের মৃত্যুতে জ্যামাইকায় প্রতিবাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত

0

নিউইয়র্ক (ইউএনএ): অতি সম্প্রতি নিউইয়র্কে এনওয়াইপিডি’র দুই অফিসারের দূর্ভাগ্যজনক অকাল মৃত্যুতে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জ্যামাইকায় প্রতিবাদ ও স্মরণ সভা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক পথসভায় মোমবাতি জালিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে গত ২১ জানুয়ারী শুক্রবার একটি পারিবারিক সংহিসতার খবর পেয়ে পুলিশ অফিসার জ্যাসন রিভেরা ও উইলবার্ট মোরাও দায়িত্ব পালনকালে দূর্বৃত্তের গুলিতে নিহত হন। উন্মাদ ক্যারিয়ারের দূর্বৃত্ত ল্যাশওয়ান ম্যাকনেইল-এর গুলিতে রিভেরা ঘটনারদিন মারা গেলেও উইলবার্ট পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অবশ্য ঘটনার সময় পুলিশের গুলিতে ম্যাকনেইলও মারা যায়। খবর ইউএনএ’র।

গত ২৫ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ প্রিমিয়াম সুপার মার্কেটের সামনে আয়োজিত প্রতিবাদ ও স্মরণ সভার আয়োজন করেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সৈয়দ রাব্বী। এসময় উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তি ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রেজাইল করিম চৌধুরী, কামরুল ইসলাম সানি, সাংবাদিক বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.