মানুষ আসলে পাখীর মতো / জসিম মল্লিক । টরন্টো

0
মানুষ আসলে পাখীর মতো
জসিম মল্লিক
গত এক বছর থেকে একই রকম জীবন যাপন। ঘর আর কাজের জায়গা। মনে হচ্ছে একটা উন্মুক্ত কারাগারে বন্দী হয়ে আছি। কোথাও যাওয়া নেই, অনুষ্ঠানাদি নেই, প্রিয়জনদের মুখ পর্যন্ত দেখা নেই। ছেলে মেয়েদের সাথে যাও দেখা হয় তা নিয়ম মেনে। ছোঁয়া নাই, হাগ করা নাই, হাতে হাত রাখা নাই। অনেকের চেহারাই ভুলে গেছি। সহকর্মীদের সাথে দেখা হয় বটে কিন্তু পুরো চেহারাটা কেমন মনে করতে পরি না, মাস্ক খোলার নিয়ম নেই। কখনও মুক্ত জীবন ফিরে পেলে হয়ত প্রথম দর্শনে চিনতেই পারব না। সেনিটাইজ ব্যববহার করতে করতে নরম হাত খড় খড়া হয়ে গেছে। মাঝে মাঝে প্রচন্ড হতাশা ভর করে। এ কেমন জীবন! এই সময় দেশে থাকার কথা আমার। সেটা সম্ভব হয়নি বলে তীব্র মানসিক কষ্টে ভুগছি। জানিনা কবে এই বন্দী দশা থেকে মুক্তি মিলবে।
আজকাল টিভি দেখতে ভাল লাগে না। সিনেমা ভাল লাগে না, গান ভাল লাগে না, সংবাদ পত্র ভাল লাগে না, বই পড়তে ভাল লাগে না, লিখতে ভাল লাগেনা, খেলা ভাল লাগে না, প্রেম ভাল লাগে না, বাজার করতে ভাল লাগে না, ড্রাইভ করতে ভাল লাগে না, খেতেও ভাল লাগে না, ফোন ভাল লাগে না, কথা বলতে ভাল লাগে না, কম্পিউটার ভাল লাগে না। পৃথিবীর কোনো খবরই আর আকর্ষন করে না। প্রতিদিন সব যেনো একই। ভাল খবর হোক আর মন্দ খবর একই লাগে। মানুষ আসলে পাখীর মতো। মানুষকে বন্দী করে রাখা যায় না। মানুষ ফ্রীডম চায়, মুক্তি চায়। মুক্ত মানুষই সব কিছু উপভোগ করতে পারে। বন্দী মানুষ কিছুই উপভোগ করে না। আমরা এখনও প্রকারান্তরে বন্দী মানুষ। এই বন্ধীত্ব কবে ঘুচবে কে জানে!
টরন্টো ২২ মার্চ ২০২১
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.