মাস্ক । মাহবুব হাসান । নিউ ইয়র্ক

রৌদ্রনীল দিনটির দিকে তাকালে কেন যে তোমার শাদা মাস্কের রূপ বজ্র-বিদ্যুতের চাবুক মারে ? হত্যা করছে মানুষ ?

0

মাহবুব হাসান
মাস্ক

রৌদ্রনীল দিনটির দিকে তাকালে কেন যে
তোমার শাদা মাস্কের রূপ
বজ্র-বিদ্যুতের চাবুক মারে ?

হত্যা করছে মানুষ?

তুমি কি তার কোনো জবাব তৈরি করেছো?

আলোকোজ্জ্বল বর্ণই তোমাকে অন্ধ ও কালা করেছে।

সমস্ত আলোর উৎস্য যে কালো
তা তুমি জেনেছো সুদূর অতীতে—
তাই কী কালো হণনযোগ্য!!

তোমার অহং আর আত্মাকে
জিজ্ঞেস করে দেখো— সেখানে

কোনো রঙ নেই।

তোমার সৌর্যময় আকাশ তাই রৌদ্রকরোজ্জ্বল হয়েও
রাতের গহ্বরে ঢুকে পড়ার পথ খুঁজছে আজ!

০৬/২২/২০২০
নিউ ইয়র্ক

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.