আদৌ কি আমরা নিরাপদ ! – আরিফ আহমেদ সিদ্দিকী

0

আদৌ কি আমরা নিরাপদ !
-আরিফ আহমেদ সিদ্দিকী

ঘুমের রাজ্যে মাঝরাতে ভেঙে যায় ঘুম
চোখে ভাসলো আদালতের একমাসের সাজা
স্বজনদের আত্মনাদে ক্ষতবিক্ষত হৃদয়
কি দোষে হলাম কয়েদী, জানা হলোনা?

না জানি কোন বিপদ করেছে তারা, জানিনা!
আচমকা ভেঙে যায় ঘুম, ঘেমে যায় শরীর
চারিপাশে দেশদ্রোহীদের হুংকারে আতংকিত
নিরাপদ ভেবেই নিজের ঘরও আজ তটস্থ।

রাঘব বোয়ালেরা নেমেছে কোমড় বেঁধে
কলম শ্রমিকেরা আজ রাজপথে
রাষ্ট্রযন্ত্রের তুমুল নিরাপত্তার বেষ্টনীর মধ্যে
মহানিরাপদে নারী কলম শ্রমিক।

অপরাধীর অপরাধের কোন কথা না বলি
তার জন্যই সাফাই গেয়ে হলুদের ক্ষেত চষি
রাস্তায় পড়ে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে মানুষ
ধরোনা তাকে পড়বে কেসের জালে।

করোনা থেকে দুরে, বাঁচতে গিয়েও মরে
ছোটলোক হয় বড়লোক, আসে কালো টাকা
পেটের ক্ষুধায় মরে মানুষ, চালায় গুলি তার বুকে
দুর্নীতির রাঘব বোয়াল রাষ্ট্রযন্ত্রই পোষে!

তাকাও মানুষ, তাকাও আবার, ভাইরাল দেখো
দুর্নীতির তথ্য প্রকাশে শাসকের শোষন হাসে
অনিয়মের হোতাকে আজ স্বর্ণ বিছিয়ে সাজায়
রাজপথে হাতকড়া নিয়ে প্রতিবাদীরা কাঁদে?

লেখক : সংবাদ শ্রমিক, দৈনিক যায়যায়দিন

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.