অপ্রাসঙ্গিকতা । আরিফ আহমেদ সিদ্দিকী

0

অপ্রাসঙ্গিকতা
– আরিফ আহমেদ সিদ্দিকী
অনেক পথ মাাড়িয়ে স্থির জায়গায়
ক্লান্ত আবেগে ছুটে চলার মাঝেও
তোমাকে কিছু বলতে গিয়ে
জড়িয়ে পড়লাম অপ্রাসঙ্গিকতায়।
তুমি দেখেছো স্থিরতায় অস্পষ্ট
তুমি শুনেছো আমার ব্যকুলতা
যে লেখুনিতে উঠে আসে বারেবার
অথচ না বলা লড়াইতে এসে হেরে গেলাম।
মুগ্ধতায় সুভাষিত আজ আমি
দাঁড়িয়ে রয়েছি পাহাড়ের কোনায়
তাকিয়ে দেখিনি পেছনের গভীরতা
অনুভব করেছি দৃষ্টির বাহিরে তুমি।
দুর থেকে ভালোবাসা দিও
অনেক আগেই মৃত আকাঙ্খা
আর হয়তো সহসাই জাগবে না
তবুও ভুলবো না, মনে রেখো আমায়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.