চাওয়া পাওয়া -আরিফ আহমেদ সিদ্দিকী

0

চাওয়া পাওয়া
-আরিফ আহমেদ সিদ্দিকী

পূর্ণতা
একি মিছে স্বপ্নের জালে ধরলে
আড়াল থেকে চুপটি মেরে
দূর থেকে ভেসে আসা সুরের মোহনায়
আজ দিলেনা মুক্তি জাল ছিঁড়ে।

সমুদ্র বিলাসী
দূরের ঢেউ গুলো যখন আছড়ে পড়ে
তোমার আঙিনায় বিনা চাওয়ায়
ভেঙে গুড়িয়ে দিয়ে যায় সব
রেখে যায় কিছু বেদনাবিধুর আবেগ।

ডাঙা পরি
নিথর মনে ক্লান্ত দুপুরে নুপুরের শব্দে
ঝিকিমিকি রোদের আলোকিত নারী
বালিতে বালিতে হেটে যায় দূরে
সে যেন ডাঙা পাড়ের সেই কিশোরী।

অনিন্দিতা
পারমিতা, তাকে পাইনি খুঁজে
শুকে গেছে তার জন্য রেখে দেয়া গোলাপ
ধুলে পড়া আস্তরনে যৌবন হারিয়েছে কার্ড
গন্ধ শুকিয়ে কাট ফুলে রুপ নিয়েছে বকুল।

পুষ্পকুঞ্জ
সেদিনে তুমি ছিলে আমার চোখে চোখে
চারিপাশে ফুলের সুবাস আর মৌয়ের দলাদলি
তুমি আর আমি ছিলাম শুধুই দেখাদেখি
ছিলেনা তুমি আমার, হয়তো অন্য কারও।

স্মৃতির দেয়াল
চাওয়া পাওয়ার হিসেব চুকিয়েছি
দেনা পাওনা নেই
আগের মতো আর নেই দেখাসাক্ষাৎ
কেবলই তুমি আছো স্মৃতির দেয়ালে।

#নিজ আশ্রয়স্থল
১৮ নভেম্বর ২০২১

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.