বেহায়াপনা । আরিফ আহমেদ সিদ্দিকী

0

বেহায়াপনা
আরিফ আহমেদ সিদ্দিকী

ছোট্ট শিশু হচ্ছে বড় বাবা মায়ের আদরে
নানান রকম চাওয়া পাওয়া মিটছে অকপটে
কত ঘাম কত কষ্ট ঝড়ানো রোজগারে
সন্তানের মুখে আনন্দ তাই বাবা মায়ের চোখে লাগে।

সুস্থ মনে সুস্থ দেহে সুস্থ পরিবেশে
সম্তানেরা বড় হচ্ছে মানুষ জনের সামনে
ছোট্ট জীবন ধীরে ধীরে বাড়ছে বয়স তাদের
আপনাআপনি একা হচ্ছে জগৎ সংসারে।

নিজের ভালো নিজে বুঝে চলছে পথে একা
মনের মাঝে শয়তানেরই কঠিন বড় ধোকা
নিজের ক্ষতি করছে তারা বিপথে পা দিয়ে
বাবা মায়ের অশ্রু ঝড়ে সেকেলে দিন ভেবে।

ভালো জেনে ছাড়ছে একা সম্তানের ঘর ফাঁকা
বাবা মা কি জানেন ওরা করছে কি বোঝাপড়া
সহজ কথায় যাচ্ছে ভুলে নিজের অস্তিত্বকে
ঝুটঝামেলা শেষে তারা ফিরছে মায়ের কোলে।
একরাশ বুকে কষ্ট জমা বাবা মায়ের মনে
সন্তান আমার মানুষ হয়নি ক্ষয়ে গেছে বনে
ভবিষ্যতটা অন্ধকারে ডেকে নিছে তারা
আলো ছাড়া চলতে হবে এটাতে দিশেহারা।

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই ছিল নাটক
আসলে তারা করতে গেছে আমোদ আর প্রমোদ
নিজের জীবন নিজের হাতে খুইয়েছে কতজনে
তারাই এখন নিঃস্ব হয়ে ঘুরে পথে ঘাটে।

আজি যাহা দেখিলাম চোখে প্রকাশ্য শহরেতে
ছেলে মেয়ে একসাথে যা করছে জনসম্মুখে
লজ্জায় যেন মাথা কাটা যায় এটা হলো কি
আমি এখন ভেবে দেখি আছি সিঙ্গাপুরে।

লজ্জা শরম ছেড়ে মেয়ে আসে বোরখা পড়ে
আগে থেকেই ছেলে এসে দাঁড়িয়ে গোলাপ হাতে
শহর বলেই অনেক মানুষ নানান বয়সীর ভীরে
প্রকাশ্য আলিঙ্গনে তাদের সিনেমাকেও হার মানে!
#
পাবনা
পহেলা ডিসেম্বর ২০২১

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.