যে ভাবে বেঁচে থাকি রোজ । নাছরীন মিতা

0

যে ভাবে বেঁচে থাকি রোজ
নাছরীন মিতা

ভাঙ্গা গড়া নিয়েই তো জীবন
তবু ভাঙ্গতে লাগে না ভালো
বুকের ভেতর ভাঙ্গা গড়া চলে রোজ
আমি বুঝি,আর কেই বা বুঝবে সেটি!
মনের খবর রাখে, আছেই বা কে
বারোমাস আমি তো আমাতে করি বাস।
সুঘ্রাণ জাফরানের মতো বর্ণময়
স্মৃতিগুলো ছড়িয়ে আছে
উন্মুক্ত বক্ষে।
ক্ষণে ক্ষণে জড়িয়ে ধরে চুম দিয়ে যায়
মৃত্যুদলিল হাতে নিয়ে–
এই ভাবে প্রতিদিন মরে মরে বাঁচি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.