দ্রোহ বিকল্প/ কাজী আতীক

0

দ্রোহ বিকল্প/
কাজী আতীক।

দ্রোহ- নিরেট বিরোধিতা নয় অনধিকার চর্চারত কারো
নিজেদের অধিকার জানান দেয়ার এক বিহিত উচ্চকণ্ঠ,

তবে এর আরেকটা দিকও আছে
যা সচরাচর সবার বোধগম্য নয়, আর তা হলো
দ্রোহ যেনো বিনীত আকুতি সংবেদনশীল মানুষের কাছে-

মানবিক অমানবিক বিষয়াদিও যখোন আপেক্ষিক ধারনা কেবল,

আমার দ্রোহ বিকল্প যেমন আমার আকুতিও উচ্চকণ্ঠ-
নিজের জন্য যা’ চাইবো- অন্যের জন্যও তা’ নিশ্চিত করি যেনো।

(নিউ ইয়র্ক, ১৩ জুন ‘২০২৩)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.