বিজয় সরকার আবার ফিরছেন তাঁর নতুন গান নিয়ে

0

বিনোদন প্রতিবেদক, জাহিদ হাসান নিশান : বিজয় সরকার একটা অধ্যায়, তিনি নিজেই সংগীতের একটি প্রতিষ্ঠান। যাঁর গানের মর্মার্থ অত্যন্ত গভীর।
তিনি অসংখ্য গান রচনা করেছেন
ঈশ্বর ভক্তি ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে।

আধ্যাত্ম কিংবা সংগীত সাধন তাঁর সংগীতের মুল উৎস। স্রস্টার প্রতি ভক্তি ও মানবপ্রেমের বানী লক্ষণীয়
তাঁর বহু গানে।

সম্প্রতি তিনি প্রকাশ করতে যাচ্ছেন রাধাকৃষ্ণকে নিয়ে বিরহ মাখা এক গান যে গানের শিরোনাম ” চন্দ্রাবলীর কুঞ্জে কেন গেলে শ্যাম ও রাই” । দারুণ এই বিরহ মাখা গানটি লিখেছেন বিজয় সরকার এবং সুরও কন্ঠ দিয়েছেন তিনি নিজেই৷

রাধা হলেন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি।
শত বছরের ঐতিয্য বহন করে।
রাঢ় বাংলার মাটি পথে, রাঙা ধূলোয় খঞ্জনি বাজিয়ে রাধাকৃষ্ণের বানী গাওয়া, এ-মাটির অতি প্রাচীন এক সংস্কৃতি।

কার্তিকের শুরুর দিন থেকে সংক্রান্তি পর্যন্ত নগরের পথে পথে রাধাকৃষ্ণের এসব গান আজও বাংলা সংস্কৃতির শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে।

রাধাকৃষ্ণকে মৌলিক সংগীত দিয়ে এ প্রজন্মের কাছে তুলে ধরছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত সাধক বিজয় সরকার৷ যিনি সারাবিশ্বে ছড়িয়ে থাকা কোটি শ্রোতার মনে স্থায়ীভাবে বসবাস করছেন গান দিয়ে৷

তাঁর নতুন এই গানটি প্রকাশ হবে ‘ বিজয় সরকার সুনামগঞ্জ’ নামে শিল্পীর নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজ থেকে৷।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.