অমোঘ/ কাজী আতীক

0

অমোঘ/
কাজী আতীক

একটু একটু করে প্রতিদিনের কষ্ট থেকে
একটা বড় কষ্টের ভেতর দিয়ে একবার যাওয়াটাই হয়তো সহজ ছিলো,
হাজার ভোল্টের একটা ধাক্কাইতো কেবল!
কখনো কি কোনো পথ কেবলই মসৃণ হয়?
নির্বোধ কৈশোর, এক অস্থির বোকামিতে পাওয়া সেই সতীর্থ সময়।

অথচ এখোন! এই যে প্রতিদিনের এই একটু একটু কষ্টকে লালন
এক তীব্র দহন আর সেই সাথে এক ঘোর লাগা অনুভব
তন্দ্রাচ্ছন্ন অথচ ঘুমহীন এক রাত, চোখ জ্বালা করা আতঙ্ক যেমন।

তবে কিছু কিছু কষ্টের মাঝেও এক ভিন্ন রকম সুখ থাকে,
ভিন্ন রকম উপভোগ্য হয়, এই ভিন্ন মাত্রার দহন
যদি মনে না নিয়ে এসব মেনে নেয়া যায়, মেনে নিতে হয়।

আমি আমার এই কষ্ট সুখের কাহিনীকেও অমোঘ ভেবে নিয়েছি।

(নিউ ইয়র্ক ৫ অক্টোবর ‘২০২৩)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.