হৃদয়ে ফিলিস্তিন/ কাজী আতীক

0

হৃদয়ে ফিলিস্তিন/
কাজী আতীক

তুমি অনিকেত নও,
যদিও বহুদিন বিরামহীন ঘরহীন গৃহ-সাজ,
আর এখোন? শুধুই পুড়া মাটির আশ্রয়,

তবুও তুমি অনিকেত নও,
যদিও আগেই উড়িয়ে দিয়েছে ছাদ,
তারপর ধসিয়ে দিয়েছিলো দেয়াল
এবারের হত্যাযজ্ঞ নৃশংসতায় হার মানে ‘হলোকাস্ট’,

তারপরও তুমি অনিকেত নও,
যদিও একদা আশ্রিত যারা- দখলবাজ অতঃপর,
তাদের হিংস্র তাণ্ডবলীলা যেনো আগুনে ঝড়,
ক্রমাগত অবরোধ আগ্রাসনে গাজা এক আতংক নগর,

তুমি অনিকেত নও তবুও, প্রতিরোধে মহা মহিম,
শক্তি ও সাহসই গৃহ তোমার, হৃদয়ে ফিলিস্তিন।

(নিউ ইয়র্ক ৫ নভেম্বর ‘২০২৩)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.