তুমি এলেই – নাছরীন মিতা

0

তুমি এলেই

নাছরীন মিতা

তুমি এলেই নদীতে ঢেউ ওঠে।
সব কষ্ট মিলিয়ে যায় অজানা সুখে,,, নিভে যাওয়া প্রদীপ আবার জ্বলে ওঠে,,,

তুমি এলেই ফাগুন কালে
পলাশ বনে আবীর ছড়ায়,,,
তুমি এলেই কোকিলেরা সুরে সুরে গেয়ে ওঠে ভরিয়ে দেয় মন প্রাণ,,,

তুমি এলেই মৃত নগরী
নতুন করে বাঁচতে শেখায়,
নতুন সুরে গান গাইতে শেখায়,,, মৃত বাগিচা ফুলের সুভাস ছড়ায়,,,

তুমি এলেই মৃত শহর জেগে ওঠে ভালোবাসার আলিঙ্গনে,,, প্রেমের হওয়া বয়ে চলে চারিপাশে ,,,

তুমি এলেই চাঁদ হাসে,
সেই চাঁদের হাসিতে দেখি প্রেমের মরণ,,,

তুমি এলেই শব্দগুলো নেঁচে ওঠে, তুমি এলেই কবিতারা
আবার ছন্দে মেতে ওঠে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.