ইচ্ছা অনুপ্রাস । কাজী আতীক।

0

ইচ্ছা অনুপ্রাস /
কাজী আতীক।

খাদের কিনারা থেকে ঢালু যতো নিচে নেমে যায়
কিংবা আকাশ নিলের যেখানটা সব চেয়ে উঁচু দেখায়
তার চেয়েও দুর্গম পথ যদি পাড়ি দিতে হয়-
জানি অজেয় নয় কোন কিছু,

ঊর্ধ্বাকাশ অভিযাত্রা কিংবা অধোগামী উল্কার পতন
যদি উন্মুখ অভিলাষ অভীপ্সা
ছোঁয়া যায় ত্রিলোক, তোমার চিবুক সলাজ
যেনো সমর্পণ আকাঙ্ক্ষা,

নিভৃতি নীরবেও এক অনুরণন কোলাহল
যেমন রাতের শরীর চুমে পূর্ণিমা শশিকলা
যেনো কপালের লাল টিপ, রাঙ্গা আলতা পা’
অনুভবে অনাদি অনন্য এক অনুপম অনুরাগ
প্রেম পরমার্থ, এক ইচ্ছা অনুপ্রাস।

তখোন অনুভবে দ্রুতগামী অশ্বের ক্ষুরধ্বনি অবিরাম।

(নিউ ইয়র্ক, ২৬ ফেব্রুয়ারি ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.