পরাশ্রয়ী/ কাজী আতীক । নিউ ইয়র্ক

0

পরাশ্রয়ী/
কাজী আতীক।

পাহাড়ের গা বেয়ে যে জলের ধারা, অঝোর প্রপাত
তাকে ঝর্ণা বলো, যেমন নায়াগ্রা,
ইটারনেল ফ্লেইম কিংবা মাধবকুণ্ড,
জল যদি সমতলে প্রবাহিত- স্রোতস্বিনী, তাকে বলো নদী
যেমন হাডসন, মেঘনা কিংবা মনু
অথচ গাছ কিংবা ইমারতের গা বেয়ে যে গুল্মলতা
তাকে বলো পরগাছা, যে হিসেব আমি আজো বুঝিনি,

কেনোনা পৃথিবী নিজেইতো স্বনির্ভর নয়,
অক্ষের উপর নির্ভরশীল,
অতএব কি কিংবা কে এমন! যে নয় পরাশ্রয়ী? পরজীবী?

যেমন সাগর পর্বত উদ্ভিদ প্রাণী অর্থাৎ জীব কিংবা ক্লীব
যাকিছু ভূপৃষ্ঠে সবারই চরম এবং পরম আশ্রয়তো ভূমিই।

(নিউ ইয়র্ক, ১০ নভেম্বর ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.