হস্তক্ষেপ কাঙ্ক্ষিত কখনো/ কাজী আতীক। নিউ ইয়র্ক

0

হস্তক্ষেপ কাঙ্ক্ষিত কখনো/
কাজী আতীক।

ঘরের সম্মুখেই মস্ত গাছ, একটু যেনো নড়ছে
উপরের দিকে তাকালাম, তুলকালাম কাণ্ড-

পাতাগুলো লড়ে যাচ্ছে নিজস্ব অবস্থানে টিকে থাকতে
বাতাসও নাছোড়বান্দা, ক্রমাগত বল প্রয়োগে
যেনো ছিন্নভিন্ন করে দিতে চাইছে ওদের
লণ্ডভণ্ড করে দিতে চাইছে ডালপালা গাছের।

শিকড়ে ভর করে আপ্রাণ চেষ্টায় কিছু প্রতিরোধ গড়ে
ভারসাম্য রক্ষার চেষ্টা করে যাচ্ছে গাছের কাণ্ড
কখনো এদিকে কখনো ওদিকে নিজেকে একটু বাকিয়ে,
উদ্দেশ্য একটাই ডালপালা গুলো যেনো ভেঙ্গে না পড়ে।

প্রতিকার চিন্তায় আমি- চাইছিলাম এবার বৃষ্টি নামুক
বাতাসের প্রকোপ কিছুটা স্তিমিত হয় তাহলে,
গাছটা রক্ষা পায় যদি? ভেঙ্গে পড়লে বহুমাত্রিক ক্ষতি।

চাইছিলাম বৃষ্টি নামুক। হ্যাঁ বৃষ্টি, অর্থাৎ তৃতীয় শক্তি!
ভাবছি- ইন্টারাপশন ইন্টারভেনশন ইনফোর্সমেন্ট ইত্যাদি
সবসময়ই মন্দ কর্তৃত্ব নয়, মন্দের ভালোও কখনো হয়।

(নিউ ইয়র্ক, ৬ সেপ্টেম্বর ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.