আশার প্রদীপ মার্চ/ কাজী আতীক। নিউ ইয়র্ক

0

আশার প্রদীপ মার্চ/
কাজী আতীক।

হিমাংকের বেশ খানিকটা উপরে তাপমাত্রা আজ-
অর্থাৎ হিম সরে গেছে, সময়ের গা বেয়ে ধীরে ধীরে নেমে যাচ্ছে শীত,
আর সরিষা বা নীমের পাতায় ভুত তাড়ানিয়া যেমন
দুরাচার কোভিড সংক্রমণও এখোন অনেকটা সহনীয় মাত্রায়
তাই মনে হয় পৃথিবী এখোন ক্রমশ সহিষ্ণু সময়ের দিকে,
অবশ্য জানা কথা আরেকটা মরণ চোবল হয়তো দেবে চলে যাবার আগে,

যাহোক তবু- প্রত্যাশার পারদে এখোন উড়ান ভরতেই পারি
অচিরেই হয়তো সান্নিধ্য নিরোধ থেকে সান্নিধ্য সংযোগে যাবো সকলেই,
যেমন হাতে হাত, আলিঙ্গন, জানতে চাইবো “এতদিন কোথায় ছিলেন”
জানি সব দুর্বহ দুরূহ যাত্রার পর থাকে স্বস্তির যাত্রা সমাপন-
যেমন আমাদের সুদীর্ঘ স্বাধিকার আন্দোলন অতঃপর একাত্তরের মার্চ,
আশা নিরাশার দোলা, নাভিশ্বাস বিপর্যয় থেকে পরিত্রাণ আশার প্রদীপ জ্বালা।

(নিউ ইয়র্ক, ১০ মার্চ ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.