পরকিয়ার জেরেই খুন পাবনার যুবদল নেতা শাহজাহান ! পিবিআইয়ের কাছে চাঞ্চল্যকর তথ্য

0

পাবনা প্রতিনিধি : পরকিয়া ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করেই অপহরণের পর শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে জনৈক ব্যক্তির টয়লেটের সেফটিক ট্যাংকির মধ্যে লাশ গুম করা হয়েছিল পাবনা জেলা যুবদল নেতা শাহজাহানকে। পিবিআইয়ের তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে এসেছে।

পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা (এসআই) সবুজ আলী জানান, পাবনা শহরের শালগাড়িয়া গোরস্তান পাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে শাহাজাহান আলী (৪০) গত ৩১ মার্চ সন্ধ্যায় শাপলা প্লাষ্টিক মোড় থেকে নিখোঁজ হন। ১ এপ্রিল পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। ৫ এপ্রিল জেলার আটঘরিয়া উপজেলার গঙ্গারামপুর হাফিজিয়া মাদরাসা সংলগ্ন আবুল কাশেমের বসতবাড়ির সেফটিক ট্যাংকির ভিতর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি সনাক্ত করে।

এসআই সবুজ বলেন, নিহতের ভাই আব্দুল গফুর ৭ এপ্রিল পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১০ এপ্রিল তিনি ও সহকর্মি এসআই সোহেল হোসেন তদন্ত শুরু করে। পিবিআইয়ের পুলিশ সুপার ও তদারককারী কর্মকর্তা ফজলে এলাহীর নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তা একদিনের মাথায় হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রামের তায়েজ প্রামানিকের ছেলে ইব্রাহিম প্রাং (২৮) কে পলাতক অবস্থায় ঢাকার সাভারের সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই সূত্র জানায়, পরকিয়া ও অর্থ লেনদেনকে কেন্দ্র করে শাহজাহান আলীর সাথে পাবনা শহরের জনৈক এক নারীর সম্পর্কের টানাপোড়ন চলতে থাকে। এরই এক পর্যায়ে পূর্বপরিকল্পনা মোতাবেক ওই নারী শাহজাহান আলীকে হত্যার জন্য ইব্রাহিম প্রাংয়ের স্মরণাপন্ন হয়। নীলনকশা অনুযায়ী ওই নারী ও তার অন্য সহযোগীরা ৩১ মার্চ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে শাহজাহানকে অপহরণ করে ইব্রাহিমের নিকট আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়।

সূত্র জানায়, ওই বাড়ীতে নেয়ার পর কৌশলে শাহজাহান আলীকে খাবারের সাথে ঘুমের বড়ি খাইয়ে দেয়া হয়। সে খাবার পর ঘুমিয়ে গেলে আসামীরা ঘুমন্ত অবস্থায় হাত পা বেঁধে দড়ি দিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তায় ভরে ওই টয়লেটের সেফটিক ট্যাংকির মধ্যে ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

এসআই সবুজ বলেন, গ্রেপ্তারকৃত ইব্রাহীম প্রাং কে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। সে বিজ্ঞ আদালতে মামলার ভিকটিম শাহজাহানকে অপহরণ পূর্বক হত্যা করে লাশ টয়লেটের সেফটি ট্যাংকের ভিতরে লুকিয়ে রাখার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। একই সাথে অন্যান্য আসামীদের নাম প্রকাশ করেছেন। হত্যাকান্ডের সাথে জড়িত অন্য আসামীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.