রোসাটম ব্রেস্ট-অডি-৩০০ ফাস্ট নিউট্রন রিয়াক্টর সমৃদ্ধ আধুনিক পাওয়ার ইউনিট নির্মান শুরু করেছে

Rosatom starts construction of unique power unit with BREST-OD-300 fast neutron reactor

0

বিডি২৪ভিউজ ডেস্ক : Moscow, 10th June 2021 – রাশিয়ার টমস্ক অঞ্ছলের (দক্ষিন–পশ্চিম সাইবেরিয়া) সেভেস্কের সাইবেরিয়ান কেমিক্যাল কম্বাইনে (রোসাটমের-সাবসিডিয়ারী টিভিইএল ফুয়েল কোম্পানী)ব্রেস্ট-অডি-৩০০ লিড-ক্যুলড ফাস্ট রিয়াক্টর সমৃদ্ধ ৩০০ মেগাওয়াট বিদ্যুত ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মান শুরু হয়েছে। এই রিয়াক্টরটির জন্যে বিশেষ ভাবে তৈরী করা ইউরেনিয়াম-প্লুটোনিয়াম নাইট্রাইড ফুয়েল (এমএনইউপি) দ্বারা এটি চলবে (এটিকে ফাস্ট রিয়াক্টর এর সর্বোত্তম সমাধান মনে করা হয়)।

এই বিদ্যুৎ কেন্দ্রটি পাইলট ডেমন্সট্রেশন এনার্জী কমপ্লেক্স (পিডিইসি) এর অবিচ্ছেদ্য অংশ যাতে তিনটি পরস্পর সংযুক্ত অনন্য ব্যবস্থা; পারমাণবিক জ্বালানী উৎপাদন কেন্দ্র (ফেব্রিকেশন এবং রিফেব্রিকশন), ব্রেস্ট-অডি-৩০০ পাওয়ার ইউনিট এবং তেজস্ক্রিয় জ্বালানী পুনরায় প্রসেসিং এর সুবিধা থাকবে । ইতিহাসে প্রথম বারের মত একই সাইটে নিউক্লিয়ার জ্বালানী সাইকেল সার্ভিসিং এন্টারপ্রাইজের পাশাপাশি ফাস্ট রিয়াক্টর যুক্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান করা হবে । রিয়াক্টরের তেজস্ক্রিয় জ্বালানী রিপ্রসেসিং করার পরে রিফেব্রিকেশনে (নতুন জ্বালানী হিসেবে প্রস্তুত করা )পাঠানো হবে, এভাবে এই কেন্দ্র কে ক্রমান্বয়ে সম্পুর্ন স্বয়ংক্রিয় এবং বাহ্যিক সরবরাহ থেকে মুক্ত করা হবে । পারমাণবিক শিল্পে উদ্ভাবনী প্রযুক্তির প্লাটফর্ম উন্নয়নের লক্ষ্যে রোসাটমের যুগান্তকারী ফ্রেমঅয়ার্ক প্রকল্প হিসেবে পিডিইসি কে নির্মান করা হচ্ছে ।

রোসাটমের ডিরেক্টর জেনারেল এলেক্সি লিখাচেভ বলেন “পারমাণবিক জ্বালানীর রিপ্রসেসিং এর কল্যালে ফুয়েল বেইজ পারমাণবিক বিদ্যুৎ শিল্প বস্তুত অফুরানে পরিনত হয়ছে । একই সাথে ভবিষ্যত প্রজন্মের আর স্পেন্ট ফুয়েল নিয়ে সমস্যা থাকবে না । এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে আমাদের দেশ বিশ্বে প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তির অধিকারী হবে যা কিনা সর্বত ভাবে পরিবেশ, অভিগম্যতা, নির্ভরযোগ্য্তা ও দক্ষ জ্বালানী ব্যাবহারে টেকসই উন্নয়নের সব নীতিমালার সাথে সামঞ্জস্য পুর্ন । আজ আমরা বিশ্বে পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে আমাদের নেতৃত্বের কথা পূনর্ব্যাক্ত করি ।

ব্রেস্ট-অডি-৩০০ লিড-ক্যুলড রিয়াক্টরটি প্রাকৃতিক নিরাপত্তার নীতি অনুসারে নকশা করা হয়েছে । এই রিয়াক্টরের ফিচারে মেল্ট ট্র্যাপ কে ত্যাগ করা ব্যাবস্থা রাখা সহ, বড় ভ্লিউমের সাপোর্ট সিস্টেম ও নন রিয়াক্টর সরঞ্জামের সেফটি ক্লাস লোয়ার করার সুযোগ আছে । রিয়াক্টরের আভ্যন্তরীণ ও ভৌত নকশা এমন তৈরী করা হয়েছে যার মাধ্যমে দূর্ঘটনা এড়ানোর জন্যে জনগণকে অন্যত্র সরিয়ে নেয়ার ব্যাবস্থা করা হয়েছে । ভবিষ্যতে এই ধরনের স্থাপনা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা প্রদান করার পাশাপাশি একে আরো বেশি তাপ বিদ্যুৎ কেন্দ্রের (বিশেষ করে ষ্টীম-গ্যাস প্রযুক্তি) সাথে তুলনায় এটিকে আরো বেশি সাশ্রয়ী করবে ।

রোসাটমের টিভিইএল ফুয়েল কোম্পানীর প্রেসিডেন্ট নাটালিয়া নিকিপেলোভা বলেন “ এই যুগান্তকারী প্রকল্পের বাস্তবায়নে উদ্ভাবনী রিয়াক্টরই ব্যাবহার করার পাশাপাশি নতুন প্রজন্মের পারমানবিক জ্বালানী ও ব্যাবহার করা হয়েছে । প্রথমত, এতে ডেন্স নাইট্রাইড এমএনইউপি প্রস্তুত করা হবে , যা লিড-ক্যুলড ফাস্ট রিয়াক্টরের দক্ষ অপারেশন কে নিশ্চিত করবে , এবং এতে সম্পুর্ন পুনর্ব্যাবহারযোগ্য পারমানবিক জ্বালানী প্লুটোনিয়াম এবং ডিপ্লিটেড ইউরেনিয়াম থাকবে । দ্বিতীয়ত এই রেডিওকেমিক্যাল প্রযুক্তি তেজস্ক্রিয় জ্বালানী প্রসেসিং ও বর্জ্য ব্যাবস্থাপনার ক্ষেত্রে আরো দক্ষ ও অর্থনৈতিক ভাবে সাশ্রয়ী । একত্রে একে ভবিষ্যত প্রজন্মের জন্যে এক অর্থে বর্জ্যমুক্ত ও নবায়্নযোগ্য পারমানবিক বিদ্যুৎ উতপাদনও বলা যায়” ।

রোসাটমের ডিরেক্টর জেনারেল এলেক্সি লিখাচেভ , টমস্ক অঞ্চলের গভর্নর সের্গেই ঝাভাছকিন, কুর্চাটভ ইন্সটিউটের প্রেসিডেন্ট মিখাইল কোভালচুক, আইএইএ এর ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসি , এবং অন্যান্য রাশিয়ান ও নন-রাশিয়ান অতিথি এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন । রাশিয়ান একাডেমী অব সাইন্সেস এর প্রেসিডেন্ট আলেক্সেন্ডার সের্জেভ ও ওইসিডি নিউক্লিয়ার এজেন্সির (ওইসিডি এনইএ) ডিরেক্টর জেনারেল উইলিয়াম মাগউড অনুষ্ঠানেভিডিও বার্তা পাঠান ।

Rosatom starts construction of unique power unit with BREST-OD-300 fast neutron reactor

Moscow, 10th June 2021 –The construction of a 300 MW nuclear power unit enabled with the innovative BREST-OD-300 lead-cooled fast reactor has begun at the site of the Siberian Chemical Combine (an enterprise of Rosatom-subsidiary TVEL Fuel Company) in Seversk, Russia’s Tomsk region (South-West Siberia). The reactor will run on mixed uranium-plutonium nitride fuel (MNUP fuel), specially developed for this facility (it is considered to be the optimal solution for fast reactors).

The power plant will make up an integral part of the Pilot Demonstration Energy Complex (PDEC) – a cluster of three interconnected unique facilities, including the nuclear fuel production plant (for fabrication and refabrication), the BREST-OD-300 power unit, and the facility for irradiated fuel reprocessing. For the first time in history, a nuclear power plant powered by a fast reactor will be built alongside closed nuclear fuel cycle servicing enterprises on one site. After reprocessing, the irradiated fuel from the reactor will be sent for refabrication (i.e. reproduction into fresh fuel), thereby giving this system the means to gradually become practically autonomous and independent of external resources supplies. PDEC is constructed in the framework of Rosatom’s “Breakthough” project, aimed at development of the new technological platform for the nuclear industry.

“The nuclear power industry’s resource base will practically become inexhaustible thanks to the infinite reprocessing of nuclear fuel. At the same time, the future generations will be spared the problem of accumulating spent nuclear fuel. The successful implementation of this project will allow our country to become the world’s first owner of the nuclear power technology which fully meets the principles of sustainable development in terms of environment, accessibility, reliability, and efficient use of resources. Today, we reaffirm our reputation as a leader in world progress in the nuclear technologies, that offers humanity unique solutions aimed at improving people’s lives,” said Alexey Likhachev, Director General of Rosatom.

The design of the BREST-OD-300 lead-cooled reactor is based on the principles of so-called natural safety. The features of the reactor made it possible to abandon the melt trap, a large volume of support systems, and also to lower the safety class of the non-reactor equipment. The integral design and physics of the reactor facility make enable to exclude accidents requiring evacuation of the population. In the future, such installations should not only enhance the safety of nuclear power, but also make it more economically competitive in comparison with the most efficient thermal power generation (in particular, steam-gas technology).

“The implementation of the ‘Breakthrough’ project embraces not just development of innovative reactors, but also introduction of the new generation technologies of nuclear fuel cycle. Firstly, this includes production of dense nitride MNUP fuel, which will ensure the efficient operation of a lead-cooled fast reactor and consist entirely of recycled nuclear materials such as plutonium and depleted uranium. Secondly, this means more efficient and economically attractive radiochemical technologies for the processing of irradiated fuel and waste management. Taken together, they will make the nuclear power of the future in fact renewable with a practically waste-free production chain,” said Natalia Nikipelova, President of Rosatom’s TVEL Fuel Company.

Rosatom Director General Alexey Likhachev, Tomsk regional governor Sergei Zhvachkin, Kurchatov Institute President Mikhail Kovalchuk, IAEA Director General Rafael Grossi, and other Russian and non-Russian guests attended the event. Russian Academy of Sciences President Alexander Sergeev and OECD Nuclear Energy Agency (OECD NEA) Director General William Magwood sent in video addresses.

According to the planned timeline, the BREST-OD-300 reactor should start operating in 2026. A fuel production facility will be built by 2023 and the construction of an irradiated fuel reprocessing module is scheduled to start by 2024.

Video- http://gofile.me/6FRSZ/RDp2s6KCD

****

AboutRosatom

ROSATOM is the only company in the world that has the resources and competencies to offer energy solutions across the nuclear supply chain. It possesses awide range of assets, including assets in design, construction and operation of nuclear power stations, uranium mining, conversion and enrichment, supply of nuclear fuel, decommissioning, spent fuel storage and transportation and safe nuclear waste disposal. Rosatom is also engaged in the production of equipment and isotope products for the needs of nuclear medicine, scientific research, and materials science, the production of digital and of various nuclear and non-nuclear innovative products. The company’s strategy is to develop low-carbon power generation projects, including in the wind generation field. Today the company brings together over 300 enterprises and organizations and over 250,000 employees.

About BREST-OD-300:

The advantage of fast reactors is their ability to efficiently use the fuel cycle’s secondary byproducts (in particular, plutonium) for energy production. At the same time as having a high regeneration factor, fast reactors can produce more potential fuel than they consume and also burn out (i.e. use in the process of energy generation) highly active transuranic elements (actinides).

The BREST-OD-300 reactor will provide itself with its main energy component – plutonium-239 – reproducing it from the isotope uranium-238, which has a relative abundance of more than 99% (it is the isotope uranium-235, which makes about 0.7% of natural uranium that is currently used to produce energy in thermal reactors). The introduction of such technologies will increase exponentially the efficiency of natural uranium. Uranium has about a 86% share in the world reserves of energy resources, compared to coal at 8%, oil at 3%, and gas at 3%.

The experimental demonstration power complex is being built within the framework of Rosatom’s strategic project “Breakthrough,” (Proryv) which is aimed at creating a new technological platform for nuclear energy. Russia’s strategy in the sector entails the creation of a two-component nuclear power industry with thermal and fast neutron reactors and a closed nuclear fuel cycle. This envisages the widespread introduction of technologies for the recycling of nuclear materials, which would not only make it possible to expand the nuclear power industry’s raw material base many times over, but also solve the problem of accumulating spent fuel and nuclear waste, i.e. it would reuse SNF products instead of storing them and radically reduce the volume of waste generation in the industry.

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.