‘শতবর্ষে বঙ্গবন্ধু, অর্ধশতে বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

0

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শতবর্ষে বঙ্গবন্ধু, অর্ধশতে বাংলাদেশ’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার৷

গ্রন্থে মোট ২৩ টি প্রবন্ধ ছাপা হয়েছে। আছে বঙ্গবন্ধুর উন্নয়ন, দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রাম বিষয়ক প্রবন্ধ। বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আরিফুর রহমানের সভপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, অধ্যাপক ড. সুলতান উল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।

শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনা অনুষ্ঠানে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ জাহিদুর রহমান, মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুশতাক আহমেদ, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জুলকারনাইন, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ, বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ শর্মিষ্ঠা রায় ও রহমতুন্নেছা হলের প্রাধ্যক্ষ রোখসানা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.