এসডিজি এজেন্ডা পূরণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

0

নিজস্ব প্রতিনিধি : টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি এজেন্ডা পূরণ করতে হলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

গত রোববার সকালে সচিবালয়ে আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পথরেখা নিয়ে আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্থানীয় উন্নয়ন এজেন্ডাগুলোর সঠিক বাস্তবায়ন হলেই আন্তর্জাতিক এই লক্ষ্য পূরণ সম্ভব। প্রতিমন্ত্রী বলেন, এসডিজি লক্ষ্য পূরণে বছরে দরকার ৬৬ বিলিয়ন ডলার। যার মাত্র ৫ ভাগ বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে। এক্ষেত্রে অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নকেও সমান তালে এগিয়ে নিতে হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.