ঢাকা থেকে টাঙ্গাইল ডাবল রেললাইন করা হবে

0

বিডি২৪ভিউজ ডেস্ক : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেললাইন করা হবে খুব শিগগিরই। বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হওয়ার আগেই এ কাজ ধরা হবে। ২০২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হবে, আর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা থেকে উত্তরবঙ্গের সব রেললাইন ডাবল করা হবে; যাতে দুই লাইনে রেল চলাচল করতে পারে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশনের প্লাটফর্ম কাজের উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাধারণ মানুষের এখন রেলের প্রতি বেশি আগ্রহ; যাতে করে রেলে বেশি যাতায়াত করে সেদিকে নজর দেওয়া হবে। তবে ট্রেনে কেউ পাথর নিক্ষেপ যেন না করে সেদিকে সবাইকে সজাগ থাকার আহবানও জানান তিনি।

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.