পাবনার ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রী ডিলুর স্মরণ সভা ও জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন

0

পাবনা প্রতিনিধি : প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর স্মরণসভা ও পাবনা জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা শনিবার ঈশ্বরদীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহিম লালের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির সঞ্চালনে স্মরণ সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে এসএম কামাল হোসেন বলেন, ১৯৭১ সালে যারা বঙ্গবন্ধুর কাছে হের গিয়েছিল, তারাই বঙ্গবন্ধুসহ সহপরিবারে হত্যা করেছে। বাংলাদেশ যে সোনার বাংলা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, খাদ্য উদ্বৃত্তির দেশ, একটি উন্নয়নশীল দেশ। যে স্বপ্ন দেখেছিলেন শেখ মুজিব। সেই স্বপ্ন কিন্তু আজ বাস্তব রূপ দিয়েছেন জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএম কামাল বলেন, শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য ছিল, দেশ স্বাধীনের পর আমরা আমাদের সন্তানরা ক্লাস পাল্টে পুরাতন বই নিয়ে স্কুলে যেতাম। অথচ আজ প্রতিবছর আমরা নতুন বই নিয়ে স্কুলে পাঠাচ্ছি বাচ্চাদের। শেখ হাসিনার সরকার জনমানুষের প্রতিনিয়ত যুগোপযোগী চাহিদার কথা মাথায় নিয়েই মানুষের সব ধরণের সুযোগ সুবিধা দৌড়গড়ায় পৌঁছে দিচ্ছেন এবং আগামি সম্ভাবনাকে এগিয়ে আনতে নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দলের মধ্যে বিভেদ নয়, একসাথে পাশে থেকে দলকে শক্তিশালী করতে জনগনের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মিদের সেই মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে বহুদুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্কয়ার গ্রুপের পরিচালক, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকোর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি,পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সাবেক সাংসদ সদস্য জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাঞ্জাব আলী বিশ্বাস, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু,সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, পৌর মেয়র শহীদুল ইসলাম রতনসহ উপজেলা,পাবনা জেলা যবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, পাবনা জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবিন্দু উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন প্রয়াত সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর গ্রামের বাড়ি ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডার পারিবারিক কবরস্থানে তাঁর রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.