নাটোরে ইটভাটার গরম বাতাসে পুড়ে গেছে ফসল

0

রিয়াজ হোসেন (লিটু), নাটোর প্রতিনিধি : ইটভাটার বিষাক্ত গরম বাতাসে নাটোর সদর উপজেলার বারুরহাট এলাকায় প্রায় ৫০ বিঘা জমির বোরো ধান, পাট ও ভুট্টার ক্ষেত পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেতের পাশে কৃষকদের কান্নারত অবস্থায় দেখা যায়। এ সময় তারা ক্ষতিপূরণ দাবি করেন।

ক্ষতিগ্রস্তরা জানান, বারুরহাটে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ওমর শরীফ চৌহান সোমবার রাতে তার ইট ভাটায় জমে থাকা বিষাক্ত গরম বাতাস ছেড়ে দেন। এর ফলে ভাটা সংলগ্ন এলাকার অন্তত ৪০ জন কৃষকের প্রায় ৫০ বিঘা জমির উঠতি বোরো ধান, পাট ও ভুট্টাসহ বিভিন্ন ফসল পুড়ে যায়। এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন কৃষকেরা।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষকেরা ৫০ বিঘা বললেও প্রাথমিকভাবে আমি ২০ বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত পেয়েছি। ক্ষতিগ্রস্তদের একটি তালিকা করা হয়েছে।
কাঁদতে কাঁদতে এক নারী বলেন, ‘৪০ হাজার টাকা ঋণ করে এই ক্ষেত করেছি। এখন যদি ফসল না পাই কীভাবে চলব, খাব কী। আমার স্বামী নেই, আমি রোজায় থেকে চাষাবাদের কাজ করি।

অপর একজন কৃষক বলেন, ‘ইটভাটার গ্যাসে জমির ধানগাছ পুড়ে গেছে। এখন এখান থেকে তো ধান পাব না। সব নষ্ট হয়ে যাবে। আমরা এখন কী করব। আমাদের একটাই দাবি, যেন সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয়। ইটভাটার মালিক ওমর শরীফ চৌহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.