৫০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এডিবি

0

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। টাকার অঙ্কে যার পরিমাণ ৫ হাজার ৩০০ কোটি টাকা (প্রতি ডলার ১০৬ টাকা ধরে)। বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এডিমন গিন্টিং বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবেলার জন্য এ ঋণ দেয়া হবে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবেলায় আর্থিক ব্যবস্থাপনা ভাল করছে বলেও মন্তব্য করেন আন্তর্জাতিক সংস্থাটির এ প্রতিনিধি। তিনি বলেন, হাওড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়নে জরুরী একটি প্রকল্প নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

এডিবি গত দুই অর্থবছরে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে। প্রতিবছর ৫০ কোটি ডলার করে বাজেট সহায়তা পেয়েছে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় চলতি বাজেটের জন্য সমপরিমাণ বাজেট সহায়তার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ ঋণে সুদের হার হবে শূন্য দশমিক ৫ শতাংশ। এছাড়া ৩ বছরের রেয়াতকালসহ ১৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমরা সফল হয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে খরচ কমিয়েছি। প্রকল্পগুলো তিন ক্যাটাগরিতে ভাগ করার কৌশলের প্রশংসা করেছে এডিবি। বাজেট সহায়তা আমরা যেকোন সময় পেতে পারি। কোন শর্ত আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আলোচনা হচ্ছে কিছু শর্ত তো থাকবেই। যেমন টাকা ধার নিলে তো কবে পরিশোধ করা হবে সেটিও তো একটি শর্ত।

তিনি জানান, আমার বাড়ি হাওড় এলাকায়। তাই বলে হাওড় নিয়ে আমি যে প্রকল্প টেনে এনেছি সেটি ভাবার কারণ নেই। এটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রধানমন্ত্রী নিজেও এ রকম প্রকল্প চান। জলবায়ু মোকাবেলাসহ সিলেটে ভয়াবহ বন্যায় বিরাট ক্ষতি হয়েছে। এসব এলাকার পুনর্বাসনেও পাশে থাকবে এডিবি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.