ঢাকাস্থ “পাবনা সমিতির সভাপতি- খন্দকার আজিজুল হক আরজু, সম্পাদক-প্রকৌশলী মো: মোবারক হোসেন

0

নিজস্ব প্রতিনিধি : ঢাকাস্থ “পাবনা সমিতি, ঢাকা’র” কার্যনির্বাহী কমিটির ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচনে “নির্বাচন কমিশন” কর্তৃক ১০ ফেব্রুয়ারি সভাপতি পদে জনাব খন্দকার আজিজুল হক আরজু , সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মো. মোবারক হোসেনসহ ৫৬ জন কর্মকর্তা ও নির্বাহী সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয় ।

খন্দকার আজিজুল হক আরজুকে সভাপতি  প্রকৌশলী মো. মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে ।
১. সভাপতি- খন্দকার আজিজুল হক আরজু, ২. সিনিয় সহ-সভাপতি- এ্যাড. মো. তোরাব আলী খান, সহ-সভাপতি যথাক্রমে ৩. মো. মোশারফ হোসেন স্কাই, ৪. মো. ফেরদৌস আলম খান, ৫. এস. এম হারিস আলম, ৬. মো. শামসুল আলম, ৭. সৈয়দ রফিকুল ইসলাম চপল, ৮. মো. মহিউল ইসলাম শামসুল, ও ৯. মীর ইকবাল হোসেন, ১০. সাধারণ সম্পাদক- প্রকৌশলী মো. মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে ১১. মো. আবু হেনা, জেম, ১২. মো. বাবুল আকতার ও ১৩. মো. আলমগীর হোসেন, ১৪. কোষাধ্যক্ষ- মো. হেলাল উদ্দিন প্রামানিক সাংগঠনিক সম্পাদক যথাক্রমে- ১৫. মো. আব্দুল বাছেত গালিব, ১৬. মো. মনিরুজ্জামান পিন্টু ও ১৭. প্রকৌশলী মো. আল-আমিন (রতন) ১৮. দপ্তর সম্পাদক- এ্যাড. সুজন মাহমুদ, ১৯. সহ-দপ্তর সম্পাদক- মো. হাফিজুর রহমান (হান্নান) মীর, ২০. প্রচার সম্পাদক- মো. সোহাগ উদ্দিন, ২১. সহ-প্রচার সম্পাদক- মো. ইমরুল কায়েস (শিশির), ২২. ত্রাণ সম্পাদক- মো. শাহীদুল ইসলাম, ২৩. সহ-ত্রাণ সম্পাদক- মো. মনিরুজ্জামান সুমন,

২৪. আইন বিষয়ক সম্পাদক- এ্যাড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ২৫. স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- মো. ইমরুল কায়েস, ২৬. সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. তৌহিদুল ইসলাম (পরশ), ২৭. সহ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- নূর মোহাম্মদ আলী জিন্নাহ, ২৮. ক্রীড়া সম্পাদক- এস, এম, এ মান্নান, ২৯. তথ্য ও গবেষণা সম্পাদক- মো. আলহাজ হোসাইন জয়, ৩০. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মো. তছলিম জামান, ৩১. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মো. আশরাফুল ইসলাম, ৩২. সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মো. আমজাদ হোসেন আজাদ, ৩৩. সহ-সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মো. নজরুল ইসলাম (শামীম), ৩৪. মহিলা বিষয়ক সম্পাদক- মমতাজ বেগম, ৩৫. সমাজ কল্যান বিষয়ক সম্পাদক- এ. বি. এম শামীমুর রহমান, ৩৬. পাঠাগার সম্পাদক- মো. লিটন, ৩৭. ছাত্র বিষয়ক সম্পাদক- মো. দুলাল হোসেন সরদার, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- ৩৮. মো. মোজাম্মেল হক, ৩৯. মো. আব্দুর রাজ্জাক, ৪০. নজরুল ইসলাম, ৪১. মো. গোলাম মোস্তফা, ৪২. মো. মাজহার মানিক, ৪৩. আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক, ৪৪. মো. আমজাদ হোসেন, ৪৫. মো. তালেবুর রহমান, ৪৬. সিলভী ইয়াসমিন, ৪৭. মোহাম্মদ হাসান রশীদ বাবু, ৪৮. মো. আশরাফ উল্লাহ বাবুল, ৪৯. ইঞ্জি. মোঃ আফতাব উদ্দিন, ৫০. মো. আব্দুল আলীম, ৫১. আবু নূর আশফাক আহমেদ লর্ড, ৫২. প্রভাস ভদ্র, ৫৩. মো. নাছির উদ্দিন, ৫৪. জি. এস. ইদ্রিস, ৫৫. মো. আসাদুজ্জামান সুজন ও ৫৬. মো. বেলালুর রহমান

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.