পদ্মা সেতুতে ২৩ মোটরসাইকেল চালককে ৭১ হাজার টাকা জরিমানা

0

বিডি২৪ভিউজ ডেস্ক : পদ্মা সেতু পার হওয়ার সময় ২৩ মোটরসাইকেল চালককে নিয়ম ভঙ্গ করার দায়ে মোট ৭১ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

রোববার (২৩ এপ্রিল) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর বিভিন্ন পয়েন্টে লেন পরিবর্তনসহ নিয়ম ভঙ্গ করায় মোটরসাইকেল চালকদের এ জরিমানা করা হয়।  

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন অতিক্রম করে ওই মোটরসাইকেল চালকরা পাশের মূল লেনে উঠে নির্দেশনা অমান্য করে। এ সময় তাদেরকে গতিরোধ করে সাজার আওতায় আনে দায়িত্বে থাকা ট্রাফিক সদস্যরা। 

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, ৬টি শর্ত মেনে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে নির্ধারিত লেন অতিক্রম করে পাশের মূল লেনে উঠে পড়ায় ২৩ মোটরসাইকেল চালককে সর্বমোট ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ২২ জনকে ৩ হাজার টাকা করে ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.