বান্দরবানে ১৩টি পাড়া উচ্ছেদ হওয়া থেকে রক্ষার দাবিতে মানববন্ধননে ১৩টি পাড়া উচ্ছেদ হওয়া থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানে সাঙ্গু বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণার আদেশ বাতিল ও ১৩টি পাড়া উচ্ছেদ হওয়া থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

বুধবার (১৪ জুন) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে সাঙ্গু মৌজার শতাধিক নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সভাপতি হ্লাথোয়াই হ্লী মারমা, সাঙ্গু মৌজার হেডম্যান চ্যংপাত ম্রো, উক্যমং মারমা, তনয়া ম্রোসহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বান্দরবানের লামা উপজেলার সাঙ্গু মৌজায় পাঁচ হাজার ৭৬০ একর ভূমিতে বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হলে ওই এলাকার ১৩টি পাহাড়ি বাঙালি পাড়ার প্রায় সাড়ে পাঁচ শ’ পরিবার উচ্ছেদ হয়ে যাবে। বর্তমানে ওই এলাকার মানুষ এখন উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। অবিলম্বে অভয়ারণ্য ঘোষণার সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান স্থানীয়রা।

উল্লেখ্য, পরিবেশ ও বন মন্ত্রণালয় ২০১০ সালে বান্দরবানের লামা উপজেলার সাঙ্গু মৌজার পাঁচ হাজার ৭৬০ এখন ভূমি বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করে। দীর্ঘদিন পর বন বিভাগ এ প্রকল্পটি বাস্তবায়ন শুরু করলে সেখানে বসবাসকারী লোকজন এখন উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.