অনিঃশেষ অপেক্ষা/ কাজী আতীক

0

অনিঃশেষ অপেক্ষা/
কাজী আতীক।

এখনো কিছু কিছু অপেক্ষা প্রহর আসে
অসহনীয় যন্ত্রণা হয়ে থমকে যাওয়া সময়,
এখনো এই পাঁজর খাঁচার ভেতর
ছলকে উঠে কখনো প্রবহমান লোহিত নির্ঝর,
বিস্ময় আবেশে সদর্প এক অস্থির অনুরণন।

এখোন যখোন নিতান্ত কোলাহল নির্ভর
এই জাগতিক সময়, আমি কেবল
আত্মার প্রশান্তি চেয়ে আতিথ্য চেয়েছি নিতে
এক বিকল্প নীরব নিভৃতি অলক্ষ্যের,
অথচ নির্বোধ বোধেরা আমার
সাজায় ভিন্ন মাত্রার এক অপেক্ষা পসরা,
তাই স্থিত হয়না সময়, স্থিত হয়না মনন।

যদিও এক অনুর্বর অনাবাদী নিষ্ফলা ভূমি
থাকে প্রতীক্ষায় অবসানের তার পতিত সময়,
অথচ আমার এ অপেক্ষা নিশ্চিত অনিঃশেষ।

(নিউ ইয়র্ক, ২৪ জানুয়ারি ‘২০২৪)

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.