জানতে চাওনি কিছুই কখনো/ কাজী আতীক

0

জানতে চাওনি কিছুই কখনো/
কাজী আতীক।

সংলাপহীন অভিব্যাক্তি কখনো হয়তো
অনুভবের এক সম্ভ্রান্ত প্রকাশ,
তবে কিছু এড়িয়ে যাবারও এক নিপুণ কৌশল কখনো,
বস্তুত এক রহস্য বিবর অনুরূপ,
একটু প্রকাশ একটু আড়ালের চেষ্টা যেমন।

কখনো দ্বিধা কখনো সঙ্কোচ,
হয়তো গোপন কোনো ব্যথা
অথবা একান্ত নিজস্ব কোনো ইচ্ছে অভিলাষ,
তবে বলা না-বলার মাঝামাঝি কথাগুলো
কখনো কখনো হয়তোবা এক নীরব প্রতিবাদ।

তোমাকে আসলে বলা হয়নি এসব-
কেনো না তুমি জানতে চাওনি কিছুই কখনো।

(নিউ ইয়র্ক ২৩ মার্চ ‘২০২৩)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.