অনুকাব্যে যেমন এক স্নিগ্ধ শিহরন/ কাজী আতীক

0

অনুকাব্যে যেমন এক স্নিগ্ধ শিহরন/
কাজী আতীক।

ছ’দিনে আদি অন্ত সরই সৃষ্টি করলেন প্রভু
অথচ- কুন ফাইয়ান, হতে পারতো নিমিশেই,
সেখানে ছ’দিন কেনে?
নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য রয়েছে
যা কেবল স্রস্টাই বলতে পারেন ভালো।

শত বসন্ত ছোঁয়ে আসা মুগ্ধ অনুভব
সাহ্নিধ্য তোমার, ছ’দিন ছ’রাত
এক ঘোর লাগা সময়,
হয়তো ঠিক স্বপ্ন যাপন নয়,
তবে- এক অনুপম বাস্তব,
অনুকাব্যে যেমন এক স্নিগ্ধ শিহরন
তেমনি এক অভিভূত অনন্য অনুধাবন।

অতএব- ভাবতে পারি
এই এক সহজ সমীকরণ
কিংবা এক বিকল্প প্রাক্কলণ, যেমন-
ছ’দিন ছ’রাতের এক ভ্রমন
অতঃপর দীর্ঘ ছুটির একদিন
যাপন সময়, এক সম্পুর্ণ জীবন।

(নিউ ইয়র্ক, ২৮ ডিসেম্বর ‘২০২৩)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.